Thursday, November 13, 2025

লকডাউন কার্যকর করতে গিয়ে এটা কি প্রাপ্য ছিল পুলিশের? জনতার হাতে এইভাবে নিগ্রহ আর গাড়ি ভাঙচুর!

Date:

হাওড়ার টিকিয়াপাড়ায় মঙ্গলবারের ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ সর্বত্র।

লকডাউন না মেনে রাস্তায় বহুসংখ্যক মানুষের উপস্থিতি দেখে টহলদারি পুলিশ তাদের ঘরে ফিরতে বলে। অধিকাংশেরই ছিল না কোনো মাস্ক এবং দূরত্ব।

তাতেই পুলিশের উপর ক্ষেপে ওঠে জনতার একাংশ।
পুলিশকর্মীদের ঘিরে ধরে নিগ্রহ চলে।
ইঁটবৃষ্টি হয়।
পুলিশের গাড়ি ভাঙচুর হয়।
উপস্থিত raf জওয়ানদের লক্ষ্য করে ইঁট, পাথরবৃষ্টি হয়।

প্রশ্ন উঠেছে, কেন হবে এই অসভ্যতা?
পুলিশ তো আমাদের সবার ভালোর জন্যেই বলতে গেছিল। এটা তো পুলিশের আসল কাজ নয়। মানুষের ভালোর জন্য বলতে যাবে; আর সেই মানুষের হাতেই মার খাবে, এ কেমন কথা?

তবু পুলিশ পাল্টা তেমন কিছু করে নি।
জনতার হামলার মুখে পুলিশ যদি কাঁদানে গ্যাস বা গুলি চালাতো, তখন প্রচারে দোষ হত পুলিশের এবং সরকারের। raf দৌড়ে পালিয়েছে। কিন্তু সেটা তাদের দুর্বলতা নয়। সংঘাত এড়িয়েছে। এটা কবে বুঝবে জনতা???

লকডাউন কার্যকর করতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা নতুন না। টিকিয়াপাড়া আবার এই বিতর্ক সামনে এনে দিল। তবু পুলিশ ও সরকার যথেষ্ট দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিয়েছে।

পরে রাজ্য পুলিশ জানিয়েছে টিকিয়াপাড়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু, পুলিশের উপর এই অকারণ আক্রমণ থামাতে সচেতন তো হতে হবে সমাজের সকলকেই।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version