প্রয়াত হলেন চুনী গোস্বামী। বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার বিকেলে ওই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া জগতে।

১৯৫৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত মোহনবাগানে খেলেছেন তিনি। তাঁর অধিনায়কত্বে ১৯৬২ সালে এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল সোনা জেতে। ১৯৬৪ সালে এশিয়া কাপে রূপো জেতেন। ১৯৬০ থেকে ১৯৬৪ পর্যন্ত পাঁচটি মরশুমে বাগানের নেতৃত্বে ছিলেন কিংবদন্তি ফুটবলার। দেশের হয়ে করেছেন ১১টি গোল। ১৯৬৮ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি। ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। তবে শুধু ফুটবলার নয়। চুনী গোস্বামী ছিলেন অলরাউন্ডার হিসেবে খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। ১৯৬২-৬৩ রঞ্জিতে অভিষেক। তাঁর নেতৃত্বে রঞ্জি ফাইনালে ওঠে বাংলা। সাউথ ক্লাবের হয়ে খেলেছেন জাতীয় স্তরের টেনিস।
