Friday, May 9, 2025

জোরালো হচ্ছে পরিযায়ী স্পেশাল ননস্টপ ট্রেনের দাবি, মে দিবসে মোদির হস্তক্ষেপের আর্জি

Date:

শুক্রবার মে দিবস অর্থাৎ শ্রমিকদের অধিকার আদায়ের দিন। লকডাউন শেষ হলে ৪ মে দেশের লক্ষ লক্ষ শ্রমিক যাতে নির্বিঘ্নে নিজের রাজ্যে ফিরতে পারেন সেজন্য কি বিশেষ পরিযায়ী স্পেশাল ট্রেন চালু করবে কেন্দ্র? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আপাতত ট্রেন চালুর দাবি উড়িয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে বিশেষ বাসের ব্যবস্থা করতে বললেও অধিকাংশ রাজ্যই জানিয়েছে এই ব্যবস্থা বাস্তবোচিত নয়। কেন্দ্রীয় সরকার সংক্রমণের যুক্তি দিলেও কেরালা, বিহার, পাঞ্জাব, ওড়িশা, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্য দাবি করেছে ননস্টপ পরিযায়ী স্পেশাল ট্রেন চালালে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে না। আশেপাশের রাজ্য হলে বাসের ব্যবস্থা করা সম্ভব, কিন্তু সুদূর দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে যাতায়াতে বাসের ব্যবস্থা করা কার্যত অসম্ভব। আর সোশ্যাল ডিসট্যান্সিং মানতে হলে বাস প্রতি গড়ে ২৫ জন শ্রমিককে নিতে হয়। সেক্ষেত্রে রাজ্যগুলির পক্ষে লক্ষ লক্ষ শ্রমিকের জন্য বাসের ব্যবস্থা করা কার্যত অসম্ভব। এই অবস্থায় ননস্টপ পরিযায়ী স্পেশাল ট্রেন চালুর দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন কেরালা, বিহার ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা। বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সুশীল মোদি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, বাসে ফেরানোর প্রস্তাব অবাস্তব ও আদৌ গ্রহণযোগ্য নয়। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালুর দাবি করছি। এদিকে অধিকাংশ রাজ্য সরকারই নোডাল অফিসার নিয়োগ করে ফিরতে ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের তালিকা বানানো শুরু করে দিয়েছে।

 

Related articles

সুন্দরবনের প্রান্তিক মানুষদের নিয়ে ‘বেহুলা এখন’: থিয়েটার জগতে নতুন চ্যালেঞ্জ নির্দেশক সৌমিত্র মিত্রর 

নকিব উদ্দিন গাজীকেউ নদীতে মাছ ধরেন, কেউ সুন্দরবনে গহীনে মধু সংগ্রহ করেন, কেউবা জঙ্গলের মধ্যে কাঁকড়া খোঁজেন। এটাই...

মু্ম্বই সিটি থেকে ইস্টবেঙ্গলে বিপিন সিং

দলবদলের মরসুমে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার লাল-হলুদ শিবিরে মুম্বই সিটি এফসি(Mumbai City FC) থেকে চলে এলেন...

রবীন্দ্র চর্চার প্রতি দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান: রবীন্দ্র সদনে কবিগুরুকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রবীন্দ্র চর্চায় নতুন পথ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবীন্দ্র জয়ন্তী তাই বাংলার সংস্কৃতিতে আলাদা স্থান...

৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা পাকিস্তানের: তথ্য প্রকাশ ভারতের

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আচমকাই পাক ড্রোন হামলায় ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরে আতঙ্ক ছড়ায়। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স...
Exit mobile version