Monday, May 5, 2025

ইরফান খানের মতো দীর্ঘ দু’বছর ধরে লড়াই চালাচ্ছিলেন ঋষি কাপুর। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন তিনি লন্ডনে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন। কিন্তু মাঝেমধ্যে অসুস্থ হতে থাকেন। বুধবার রাতে তাকে স্যর এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। তখন পাশে ছিলেন স্ত্রী নিতু কাপুর। এদিন সকালে তাঁর লড়াই থামে সকাল ৯টা নাগাদ, ৬৭ বছর বয়সে। ট্যুইট করে সেই খবর জানান অগ্রজ অভিনেতা অমিতাভ বচ্চন।

বছর দুই আগে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয় ঋষি কাপুরকে। তখন পরিবারের তরফ থেকে অসুস্থতার কথা অস্বীকার করা হয়েছিল। পরে জানানো হয় তিনি বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত। প্রায় ১০ মাস ধরে নিউইয়র্কে টানা চিকিৎসা হয়। ফিরে আসার পরেও বারবার তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে ভর্তি হন। ১২ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। রেখে গেলেন স্ত্রী এবং একসময়ের বিখ্যাত অভিনেত্রী নিতু কাপুর, অভিনেতা পুত্র রণবীর এবং কন্যা ঋদ্ধিমাকে।

সেটা ১৯৭০। জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর। বাবা রাজ কাপুরের মেরা নাম জোকার ছবিতে সিনেমায় হাতেখড়ি ঋষির। আর প্রথম ছবিতেই তিনি জাতীয় পুরস্কার পান শিশুশিল্পী হিসেবে তখন তার বয়স মাত্র ১৮। তারপরে ডিম্পল কাপাডিয়া সঙ্গে বিখ্যাত ছবি ১৯৭৩ সালে ববি। যার জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। তারপর একের পর এক হিট ছবি করেছেন। সুপারস্টার তকমা পেয়েছেন। বছর চারেক আগে অমিতাভ বচ্চনের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করেন। যা দুজনেই ভুলতে পারেননি।

Related articles

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...
Exit mobile version