গ্রিন থেকে অরেঞ্জ জোন: মালদহে শুরু নাকা চেকিং, ধৃত ১৪

গ্রিন জোন থেকে অরেঞ্জ জোনে পরিণত হওয়ার পরে তৎপর মালদহ জেলা পুলিশ। লকডাউন কঠোর ভাবে পালন করতে মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকায় নাকা চেকিং শুরু করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার, আইসি সঞ্জয়কুমার দাসের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী ৮১ নম্বর জাতীয় সড়কের উপর সকাল থেকেই নাকা চেকিং শুরু হয়। অপ্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া ও লকডাউন অমান্য করার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়। আটক করা হয় সাতখানা বাইক।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালানো হয়। নাকা চেকিং-এর পাশাপাশি পথচারীদের মাস্ক ও বিলি করেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Previous articleবাংলাদেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ১৬৮
Next articleসম্ভবত প্রয়াণের আগের মুহূর্তের ভিডিও প্রকাশ, এই যুবককে আশীর্বাদ করে কী বললেন ঋষি কাপুর