Thursday, August 21, 2025

করোনা : কোন রাজ্যের কেমন পরিস্থিতি? তেলেঙ্গানা, ছত্তিশগড় মুক্ত হওয়ার পথে

Date:

দেশের কোন রাজ্যের করোনা-পরিস্থিতি ঠিক কী রকম, নির্দিষ্ট কিছু অঙ্কের হিসাবে তা তুলে ধরেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷

🔴 স্বাস্থ্যমন্ত্রক এক্ষেত্রে বিচার করেছে, আক্রান্তের সংখ্যার দ্বিগুণ হওয়ার দিন।

🔴 অর্থাৎ কম সময়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলে পরিস্থিতি খারাপ বলে ধরা হবে।

🔴 আক্রান্তের সংখ্যা দ্বিগুণ যে রাজ্যে যত বেশি সময় ধরে হবে, সেই রাজ্যের পরিস্থিতি তত ভালো বলেই ধরা হয়েছে।

🔴 কেন্দ্রের দাবি, এই তথ্যেই ধরা পড়ছে, চিরাচরিত ধারণা অনুযায়ী, করোনা- সংক্রমিতের সংখ্যা গুণিতকের হারে বাড়ছে না।

◾কেন্দ্রের রাজ্যওয়ারি হিসেবে দেখানো হয়েছে:

🔴 তেলেঙ্গানা আর ছত্রিশগড়ের পরিস্থিতি গোটা দেশে সব থেকে ভালো।

🔴 ১ হাজারের কিছু বেশি করোনা- রোগী তেলেঙ্গানা’য়৷

🔴 মাত্র ৩৭ জন রোগী ছত্রিশগড়ে৷

🔴 এই দুই রাজ্যেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার গড় সময় ৭০ দিন। এটাই আপাতত সর্বোচ্চ ৷

🔴 কর্নাটক, কেরল আর পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় নিচ্ছে ৩৫ দিন।

🔴 হরিয়ানা, উত্তরপ্রদেশের করোনা-রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে ২৫ দিনে৷

🔴 মধ্যপ্রদেশে রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে ২০ দিনে৷

🔴 পরিস্থিতি কিছুটা অন্যরকম বিহার আর ঝাড়খণ্ডে।

🔴 বিহার ও ঝাড়খণ্ডে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার গড় সময় এখন যথাক্রমে ৫ এবং ৬ দিন।

🔴 দিল্লি, ওড়িশা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় ১০ দিন।

🔴 জম্মু-কাশ্মীরে ১২ দিন।

🔴 আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি, কিন্তু সেই সংখ্যা দ্বিগুণ হওয়ার সময়সীমাও বাড়ছে, এমন তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে।

🔴 বর্তমানে বাংলায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১০ দিনে। কিছু দিন আগেই এই সংখ্যা ৯ দিন ছিল।

🔴 মহারাষ্ট্র আর গুজরাতেও আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১০ দিনে৷

🔴 গুজরাতে এক সময়ে ৭ দিনে আক্রান্তের সংখ্যা ৩ গুণ হয়ে গিয়েছিল।

🔴 তামিলনাড়ুতে এই সময়সীমা ২৫ দিন৷

🔴 রাজস্থানে ২০ দিন।

🔴 এই মুহূর্তে সারা ভারতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে গড়ে ১২ দিনে।

🔴 লকডাউনের আগে আগে এই অঙ্ক ছিলো ৩ থেকে সাড়ে ৩ দিন।

🔴 সব মিলিয়ে ভারতে করোনা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, সেটাই বুঝিয়েছে কেন্দ্র৷

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version