Monday, August 25, 2025

করোনা আবহে ধর্ষণ মধ্যপ্রদেশে, অভিযুক্তদের মধ্যে তিন নাবালক

Date:

দেশ জুড়ে বাড়ছে করোনা আতঙ্ক। এরইমধ্যে ধর্ষণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের বেতুল জেলায়। ১৮ বছরের এক তরুণীর উপর নির্যাতন চালাল সাতজন। পুলিশ জানিয়েছে, ২৯ এপ্রিল সন্ধে নাগাদ তরুণী তাঁর ভাইয়ের মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছু দূরে পথ আটকায় ওই সাত জন। বাইক থেকে টেনে নামিয়ে তরুণকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় একটি কুয়োর মধ্যে।

নির্যাতিতা তরুণী তাঁর বয়ানে বলেন,তাঁকে জোর করে বাইক থেকে নামানো হয়। এরপর বেশ কিছুটা দূরে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। তাঁর উপরে নৃশংস নির্যাতন চালানো হয় এবং মারধরও করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের কবল থেকে ছাড়া পাওয়ার পর কোনও রকমে ভাইকে কুয়ো থেকে টেনে তোলেন।

ইতিমধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার ইনচার্জ রাজেন্দ্র ধুরবে বলেন, ধর্ষণের অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। অভিযোগের ভিত্তিতে ও তরুণীর বয়ান অনুযায়ী পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন নাবালক।

অভিযুক্তদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম শুভম বেলে (২২) ও সন্দীপ খাটিয়া (২৩)। পুলিশ জানিয়েছে, ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৬৫ (অপহরণ) ও ৩০৭ (খুনের চেষ্টা)ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version