Sunday, January 18, 2026

করোনা মহামারির আবহে মে-দিবসে চাকরি থেকে বরখাস্ত বন্ধের আহ্বান বাংলাদেশে

Date:

Share post:

শ্রমিক ছাঁটাই বন্ধ করে কাজ ও মজুরির অধিকার নিশ্চিত এবং সামাজিক বৈষম্যের অবসানই এবারের মে দিবসের আহ্বান, বলছে বাংলাদেশ  জাতীয় শ্রমিক ফেডারেশন। এই সংগঠনের সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন মে দিবসের ১৩৪তম বার্ষিকী ও শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সংহতি দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানান। তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট চত্বরে আত্মত্যাগী মে আন্দোলনের সংগঠক, নেতা, কর্মী ও শ্রমিকদের।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে , ‘মে দিবস হচ্ছে মানুষের হাতে মানুষ শোষণের বিরুদ্ধে সংগ্রামের রক্তিম স্মারক। পৃথিবীতে যতদিন শ্রমজীবী মানুষের অস্তিত্ব থাকবে, শ্রেণি শোষণ থাকবে, ততদিন এ দিনটি মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রতীক হিসেবেই পালিত হবে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘এবছর মে দিবস পালন হচ্ছে করোনা ভাইরাস মহামারির অত্যন্ত জটিল ও বিরূপ পরিবেশে। কোভিড-১৯ দেশের শ্রমশক্তির অন্তত সাড়ে পাঁচ কোটি মানুষের জীবনে চরম দুর্দশা বয়ে এনেছে। দীর্ঘদিন কর্মহীন থাকায় তাদের জীবিকার পথ বন্ধ। তাদের ঘরের খাবার ফুরিয়ে গেছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক খাতে চলছে লেঅফ, ছাঁটাই ও মজুরি কেটে নেওয়া । অনেক কারখানা ও প্রতিষ্ঠানের মালিক শ্রমিক-কর্মচারীদের মজুরি-বেতন পরিশোধ করছে না। এতে শ্রম অধিকার মারাত্মক হুমকির মুখে। ভালো কাজ, মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।’
নেতারা বলেন, ‘অসংগঠিত খাতের ব্যাপক শ্রমজীবী মানুষ যারা মহামারির কারণে জীবিকা হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাদের পরিবারের জীবন বাঁচাতে খাদ্য ও নগদ আর্থিক সহায়তাসহ তাদের জীবিকার সমাধান করা জরুরি, ভবিষ্যতের স্বার্থে রাষ্ট্রকেই এ দায়িত্ব নিতে হবে। পরিপূর্ণ  ও সঠিক স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, স্বাস্থ্য ব্যবস্থায় বেসরকারিকরণ বন্ধ করা, সবার জন্য নিরাপদ ও বিনামূল্যে প্রতিষেধক পাওয়ার সুযোগ, ছাঁটাই ও চাকরি যাওয়া বন্ধ, মজুরির অধিকার, স্বাধীন ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সামাজিক বৈষম্য দূর করাই হোক মে দিবসের আহ্বান।’

spot_img

Related articles

কলকাতা হাই কোর্টে এবার মিট্টি ক্যাফে, উদ্বোধনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

বিচারালয়ের অলিন্দে এবার কফির সুবাসের সঙ্গে মিশে গেল মানবিকতার ছোঁয়া। রবিবার দুপুরে কলকাতা হাই কোর্টের ‘ই’ গেট চত্বরে...

সভা করলেন মোদি: দিনভর সিঙ্গুর, হুগলির মানুষ চরম ভোগান্তিতে

সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তার জন্য বাংলার মানুষের ভোগান্তি হবে না, তা যে হওয়ারই...

রবিবার বেলডাঙায় ইউসুফ: দেখা করলেন মৃত আলাউদ্দিনের পরিবারের সঙ্গে

ঝাড়খণ্ডে হিংসার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুজাপুরের বাসিন্দা আলাউদ্দিন শেখকে বাংলা বিদ্বেষীদের হাতে খুন হতে হয় (Migrant...

আবার তৃণমূল সাংসদ, বিধায়কদের SIR শুনানির নোটিশ: বাপি, বায়রনকে হাজিরার নির্দেশ

নির্বাচন কমিশনের (Election Commission) মাধ্যমে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলগুলিকে হয়রান করার খেলায় মেতেছে কেন্দ্রের বিজেপি সরকার, তা এখন...