প্রকোপ বাড়ছে করোনার, লকডাউন রক্ষায় দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপক এরিয়া ডমিনেশন পুলিশের

লকডাউন বর্ধিত হলেও মারণ ভাইরাস করোনার প্রকোপ কমছে না। করোনার গ্রাস থেকে বাদ পড়েনি দক্ষিণ ২৪ পরগণা জেলাও। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন পালনে আরও কঠোর হচ্ছে প্রশাসন।

আজ, শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট-এর উদ্যোগে আলিপুর সদরের অন্তর্গত বিষ্ণুপুর, নোদাখালি, বজবজ, মহেশতলা এবং রবীন্দ্রনগর থানা এলাকায় বিশাল পুলিশবাহিনী কখনও পায়ে হেঁটে, আবার কখনও গাড়িতে এলাকা প্রদক্ষিণ করে।

পাশাপাশি, এখনও পর্যন্ত ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের উল্লেখিত থানা অঞ্চলগুলি থেকে মোট ৫৩ জনকে লকডাউন অমান্য করে রাস্তায় ঘোরাঘুরি জন্য গ্রেফতার দেখানো হয়েছে। ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল আশীষ রায় জানিয়েছেন, নাকা চেকিং-এর পাশাপাশি এখনও পর্যন্ত যারা লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছেন, তাদেরকে বোঝানো আবার কখনও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এই এরিয়া ডমিনেশনের কাজ চলছে ।

Previous articleলকডাউন পর্বের পরও শিক্ষা প্রতিষ্ঠানে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব: কেন্দ্র
Next articleরেশন দুর্নীতির অভিযোগে দৌলতাবাদে ডিলারকে ঘিরে বিক্ষোভ