আপত্তিজনক পোস্ট করায় এপ্রিলে ১৩০ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ

প্রতীকী ছবি

সোশ্যাল মিডিয়ায় ‘ফেক’ বা ভুয়া এবং আপত্তিজনক পোস্ট করায় এপ্রিল মাসে মোট ১৩০ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ৷ এক টুইটে রাজ্য পুলিশ এ কথা জানানোর পাশাপাশি বলেছে, আরও ২৮৩ জনকে একই কারনে সতর্ক করা হয়েছে৷ রাজ্য পুলিশের তরফে ফের বলা হয়েছে, যে সব বিষয়ে সরাসরি নিজের ধারনা নেই, সেই সব বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট বা ফরোয়ার্ড করবেন না৷