Tuesday, November 11, 2025

অত্যাবশ্যকীয় পণ্যের স্টিকার সাঁটা গাড়িতে ‘মানব পাচার’!

Date:

লকডাউনে প্রশাসনের নজর এড়িয়ে বাড়ি ফেরানোর অভিনব কায়দা। যদিও শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেলেন 30 জন পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে রবিবার বীরভূমের সিউড়ি থানার তারাপুর এলাকায়। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের স্টিকার গাড়িতে সেটে পারাপারের চেষ্টা। ম্যাটাডোরটি ত্রিপল দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছিল। আর সেই গাড়ির সামনে স্টিকার সাঁটানো হয়েছিল হ্যান্ড স্যানিটাইজার-এর বোতল সরবরাহ করা হচ্ছে বিহারের মধুপুরে। এই ভাবেই কলকাতা থেকে বিহারে প্রায় জনা ত্রিশেক দিনমজুরকে টাকার বিনিময়ে বাড়ি ফেরানোর চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। বীরভূমের সিউড়ির পুলিশের নাকা চেকিং-এ সময় ধরা পড়ে যায় সেই গাড়ি। সেই ম্যাটাডোর গাড়ি থেকে ত্রিপল সরাতেই স্যানিটাইজার বোতলের পরিবর্তে কয়েকজন মানুষ বেরিয়ে আসেন। পুলিশি জেরায় তাঁরা জানান, মাথাপিছু চোদ্দোশো টাকার বিনিময়ে তাঁদের কলকাতা থেকে বিহারে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের পক্ষ থেকে গাড়িটিকে ঘুরিয়ে দেওয়া হয়। গাড়ির চালক প্রদীপ দাসের দাবি, “গাড়ির মালিক তাঁকে গাড়ির মধ্যে কী আছে সেটা বলেননি”। গাড়ির আরোহী লালচান্দ দাস বলেন, “আমরা দৈনিক মজুরের কাজ করছিলাম কলকাতাতে। লকডাউনের ফলে ওখানে আটকে ছিলাম কোন কাজকর্ম ছিল না। ফুটপাতেই ঘুমাচ্ছিলাম। তাই বাধ্য হয়ে বাড়ি ফেরার জন্য টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করি”। সিউড়ি থানা আইসি চন্দ্রশেখর দাস বলেন,” আটক গাড়িটিকে ফেরত পাঠানো হয়েছে”।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version