Sunday, November 9, 2025

কোভিড ওয়ারিয়রদের জন্য ১০ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা ঘোষণা মুখ্যমন্ত্রীর, সাংবাদিকদের ক্যাটাগরি নিয়ে ধোঁয়াশা

Date:

মারণ ভাইরাস কোভিড-১৯’র বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা ফ্রন্ট লাইন থেকে লড়াই করছেন, সেই সকল করোনা বিরোধী যোদ্ধাদের জন্য আজ, রবিবার ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা করল রাজ্য সরকার।

এই যোদ্ধাদের মধ্যে আছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা সাফাইকর্মী থেকে শুরু করে সাংবাদিকরাও। রবিবার “বিশ্ব প্রেস ফ্রিডম ডে” বা “সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস” উপলক্ষ্যেই স্বাস্থ্যবিমায় সাংবাদিকদেরও সংযুক্ত করল রাজ্য সরকার।

এদিন নিজের টুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “‘বাংলায় আমাদের সরকার সাংবাদিক-সহ কোভিড–১৯’র সামনের সারির সব যোদ্ধাদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা করল। আমরা সাংবাদিকদের সম্মান করি এবং বাংলায় আমাদের সরকার তাঁদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে।”

একইসঙ্গে সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম তাই তাঁদের অকুতোভয় হয়ে কর্তব্য পালন করতে হবে।

তবে একটা বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সাংবাদিক বা চিত্র সাংবাদিক বলে যাঁদের উল্লেখ করা হচ্ছে, তাঁরা ঠিক কোন ক্যাটাগরির তার স্পষ্ট উল্লেখ নিয়ে এই ধোঁয়াশা। তাঁরা কি সকলেই সরকারি কার্ডধারী, নাকি কার্ড নেই এমন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরাও সরকারের এই প্রকল্পের আওতায় আসবেন?

কারণ, খুব মুষ্টিমেয় সাংবাদিকদেরই সরকারি কার্ড আছে। কিন্তু করোনা সঙ্কটের মধ্যে আরও অনেক সাংবাদিক বা চিত্র সাংবাদিক কাজ করছে, যাঁদের সেই কার্ড নেই। এবং কার্ড না থাকা সাংবাদিকের সংখ্যাটাই বেশি। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই কঠিন সময়ে টাটকা খবরে সবচেয়ে বেশি এগিয়ে আছে ওয়েব পোর্টালগুলি। কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরই কোনও সরকারি স্বীকৃতি নেই। তাহলে এই সকল সংস্থায় কাজ করা সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা কি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই প্রশ্ন কিন্তু সাংবাদিক মহলেই ঘুরপাক খাচ্ছে।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version