মঙ্গলবার ঘোষণা হবে চলতি বছরের নিট, জেইই মেনের পরীক্ষা সূচি। সূত্রের খবর, মঙ্গলবার ৫ মে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিট, জেইই মেনের পরীক্ষা সূচি ঘোষণা করবেন। করোনার জেরে পিছিয়ে গিয়েছে একাধিক পরীক্ষা। যার মধ্যে রয়েছে নিট এবং জেইই মেনও। এদিকে ১৭ মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ফলে চিন্তায় পরীক্ষার্থীরা। জেইই মেন এবং নিট মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ লক্ষ।
