কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই, রাজ্যের স্বার্থে আমাকে ব্যবহার করুন: মমতাকে অধীর

“কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই। আপনার স্বার্থে, আমাদের রাজ্যের স্বার্থে আমাকে ব্যবহার করুন, পরিযায়ীদের ফেরানোর সব কৃতিত্ব আপনারই হোক, আমায় শুধু কাজ করতে দিন”, ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার স্বার্থে এমন বিনীত ভাবেই আবেদন করলেন বহরমপুরের সাংসদ তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাকি রাজ্য ফেরানোর উদ্যোগ নিয়েছে। কেন্দ্র সবাইকে ট্রেন দিচ্ছে। তাহলে বাংলা কেন পাবে না?”

এর পরই তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী বলেন, “আপনি আমাকে আপনার সরকারের পক্ষ থেকে কাজে লাগান। আমি আপনাকে সাহায্য করতে চাই। কোনও রাজনৈতিক ধান্দাবাজির জন্য এই আবেদন করছি না। বাংলার পরিযায়ী শ্রমিকরা কাঁদছে, তাঁদের বাঁচাতে হবে।”

এদিকে, সোমবার থেকে রাজ্যজুড়ে পরিযায়ী শ্রমিকদের নাম-তালিকা ব্লকে ব্লকে,বিডিও, এসডিও, ডিএমদের পাঠানোর কর্মসূচি শুরু করেছে সিপিএম।

Previous articleকেমন মানুষ উত্তর কোরিয়ার শাসক হওয়ার দৌড়ে থাকা কিম ইয়ো জং !
Next articleলকডাউনে সুসংবাদ সাহিত্যপ্রেমীদের জন্য, মিলল লীলা মজুমদারের পাণ্ডুলিপি