লিটার লিটার অক্সিজেন লেগেছে আমায় বাঁচাতে, জানালেন বরিস জনসন

“ডাক্তাররা প্রায় ধরেই নিয়েছিলেন আমাকে বাঁচানো যাবে না। এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। লিটার লিটার অক্সিজেন লেগেছে আমায় বাঁচাতে। ডাক্তাররা অসাধ্যসাধন করেছেন, আমি নিজেও মনোবল ধরে রেখেছিলাম। এর ফলেই ফিরে আসতে পেরেছি। অথচ প্রথমদিকে বুঝতেই পারিনি অবস্থা এতটা খারাপ হতে চলেছে।”

বক্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রাণঘাতী করোনা যুদ্ধে জয়লাভের পর রবিবার সান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের কঠিন অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি। ইতিমধ্যেই ব্রিটেনে করোনায় মৃত্যুসংখ্যা ২৮ হাজার পেরিয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজারের বেশি। খোদ দেশের প্রধানমন্ত্রীর অভিজ্ঞতাই বুঝিয়ে দেয়, কী কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জনসনের দেশ।

নিজে বেঁচে ফিরেছেন। সুস্থ হয়ে কাজেও যোগ দিয়েছেন। এরই মধ্যে জন্ম হয়েছে বরিস জনসন ও তাঁর বান্ধবী কেরি সাইমন্ডসের শিশুপুত্রের। যে দুই ডাক্তারের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় করোনাযুদ্ধে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরেছেন তিনি, তাঁদের দুজনেরই নাম নিক। প্রাণ বাঁচানো দুই চিকিৎসককে কৃতজ্ঞতা জানিয়ে এবার সদ্যোজাত শিশুপুত্রের নাম নিকোলাস রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

Previous articleবিবস্ত্র অবস্থায় মহিলার নলি কাটা দেহ উদ্ধার,ধর্ষণ করে খুনের অভিযোগ
Next articleসমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রেলভাড়া দেবে কংগ্রেস! ঘোষণা সোনিয়া গান্ধীর