Friday, November 7, 2025

রাজনীতির উর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন কোচবিহারের কাউন্সিলর

Date:

লকডাউন চলায় বিপাকে পড়েছেন একাংশের মানুষ। এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন কোচবিহার শহর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ কুন্ডু। সমাজের এই কঠিন পরিস্থিতিতে বারবার কোচবিহারবাসী স্মরণ করেছে প্রয়াত জননেতা বীরেন কুন্ডুকে। এবার কি তাহলে ছেলের পালা?

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর চাল ডাল দিয়েছেন নিম্নবিত্তদের। এবার রান্না করে মানুষের মুখে তুলে দিচ্ছেন খাবার। কোচবিহারের মানুষের সহায়তায় জনতা কিচেনের উদ্যোগ নিয়েছেন শুভজিৎ। প্রতিদিন ১ হাজারের বেশি মানুষ খাওয়া-দাওয়া করতে পারবেন। স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে তৈরি হচ্ছে রান্না করা খাবার। ডাল, ভাত, সবজির পাশাপাশি প্রোটিনের উৎস হিসেবে থাকছে ডিম, সোয়াবিন। রান্না হবে বাড়িতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। কোচবিহার শহরে যারা কাজকর্ম করেন বা যাদের বাড়িতে রান্না করার অসুবিধা আছে তাঁদের জন্য এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
পরিবারের যতজন মানুষ কতজন খেতে পারবেন এই কিচেন থেকে। শুধু রোজ সকালে তার বাড়ি থেকে একটি কুপন সংগ্রহ করতে হবে মাথাপিছু। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে কমিউনিটি কিচেন তৈরি করা হয়েছে ভবঘুরেদের কথা চিন্তা করে।

শুভজিৎ কুন্ডু বলেন, “কোচবিহারের এমন অনেক মানুষ আছেন যারা খাবার পাচ্ছেন না। তাঁরা বিপদে পড়েছেন।প্রথম অবস্থায় চাল-ডাল দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম তাঁরা রান্না করতে পারছেন না। এবার তাই একটু অন্যভাবে সহযোগিতা করার চেষ্টা করছি।”

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version