Saturday, May 17, 2025

রেড জোনের আওতায় ছিলই। প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলতেই এবার আরও তৎপর হল বারুইপুর জেলা পুলিশ প্রশাসন। গোটা এলাকা কার্যত দুর্গের চেহারা নিয়েছে।

ইতিমধ্যেই শহরের বিভিন্ন অংশ সিল করেছে পুলিশ।

আজ, সোমবার বিকেলে জানা যায় বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের হদিশ মিলেছে। বর্তমানে তিনি সল্টলেকের একটি বেসরকারি হার্ট স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগেই বুকে সংক্রমণ, শ্বাস-কষ্ট, নিমোনিয়া ও হার্টের সমস্যা নিয়ে প্রথমে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ও পরে সল্টলেকের ওই হাসপাতালে ভর্তি হন। করোনা উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ, সোমবার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। বিকেলে এই খবর চাউর হতেই শুধু ১০ নম্বর ওয়ার্ড নয়, গোটা বারুইপুর শহরে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গোটা বারুইপুর শহরজুড়ে। তাঁর পরিবারের ৬ জন সদস্যকে পুলিশি নজরদারিতে আপাতত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জানা গিয়েছে, ওই ব্যক্তি নম্বর ওয়ার্ডে বৈষ্ণব পাড়া অঞ্চলে একটি স্টেশনারি ও জেরক্সের দোকান চালাতেন। দূরদূরান্ত পর্যন্ত তাঁর বা তাঁর পরিবারের কোনও ভিনদেশি বা ভিনরাজ্য যোগ নেই। তবে ওনার দোকানে প্রচুর মানুষ ও এলাকার ছাত্রছাত্রীরা নিয়মিত যেতেন।

জানা গিয়েছে ওই ব্যক্তি মাঝে মধ্যেই বারুইপুর পুরাতন বাজার, হসপিটাল বাজার ও কাছারি বাজারে বিভিন্ন দোকানে যাতায়াত করতেন। ইতিমধ্যেই বাজারগুলিকে সিল করার চিন্তাভাবনা করছে পুলিশ। আগামীকাল থেকে বিশাল ফোর্স নিয়ে এরিয়া ডমিনেশন শুরু করতে পারে পুলিশ।

এদিকে এলাকার মানুষ স্থানীয় প্রশাসনকে দাবি করেছে, রাস্তাঘাটে আরও নজরদারি বাড়ানোর। প্রতিদিন সকাল থেকে বাজার ও রাস্তাগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে। অনেক ক্ষেত্রেই সেদিকে নজর এড়িয়ে গেছে পুলিশের। এদিন আবার এলাকায় মদের দোকানগুলি খোলার পর লকডাউন বিধি লঙ্ঘন করে ব্যাপক ভিড় হয়েছে। সামাজিক দূরত্বকে কার্যত বুড়ো আঙুল দেখানো হচ্ছে। শুধু তাই নয়, মদ কিনতে দূরদূরান্ত থেকে অবাধে বারুইপুর ভিড় জমাচ্ছে মানুষ। সেদিকে কার্যত নজর নেই পুলিশের। প্রশাসনের বিরুদ্ধে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। বারুইপুর জেলা পুলিশের উপর ভরসা হারাতে শুরু করেছেন মানুষ।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version