Tuesday, August 26, 2025

মাত্র তিন মাস আগে বিয়ে করেন মেজর অনুজ, ছেলের আত্মত্যাগে গর্বিত ব্রিগেডিয়ার বাবা

Date:

মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন। কিন্তু সংসার আর করা হলো না। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন মেজর অনুজ সুদ। হান্দওয়ারার চাঙ্গিমুল্লা ঘাঁটিতে জঙ্গি দমন অভিযানে কর্নেল আশুতোষ শর্মার সঙ্গে শহিদ হয়েছে মেজর অনুজও। দেশের জন্য ছেলের আত্মত্যাগে গর্বিত ব্রিগেডিয়ার বাবা।

অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার চন্দ্রকান্ত সুদ। বুক ফেটে যাচ্ছে সন্তান হারানোর শোকে। তবুও এক ফোঁটা জল নেই চোখে। বরং দৃপ্ত কণ্ঠে বলছেন, ” আমার ছেলে দেশের জন্য স্বার্থ ত্যাগ করেছে। দেশ সেবার যে শপথ নিয়েছিল নিজের প্রাণ দিয়ে সেই কর্তব্য পালন করেছে। আমার কষ্ট হচ্ছে বৌমার কথা ভেবে। মাত্র তিন মাস আগেই ওঁদের বিয়ে হয়েছিল।” বাবাকে দেখে কৈশোরেই দেশসেবার শপথ নেন অনুজ। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণের পরে সেনা ব্রিগেডে যোগ দেন। তিন মাস আগেই বিয়েও করেন তিনি। কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলেন না। তার আগেই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন বছর ৩১- এর অনুজ।

সেনা সূত্রে খবর, হান্দওয়ারা এনকাউন্টারে লস্কর জঙ্গিদের খতম করতে রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর ভরসার পাত্র ছিলেন মেজর অনুজ। কর্নেল সহ শহিদ হয়েছেন, মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ, ল্যান্স নায়েক দীনেশ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেকটর শাকিল কোয়াজি।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version