Tuesday, August 26, 2025

মাত্র তিন মাস আগে বিয়ে করেন মেজর অনুজ, ছেলের আত্মত্যাগে গর্বিত ব্রিগেডিয়ার বাবা

Date:

মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন। কিন্তু সংসার আর করা হলো না। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন মেজর অনুজ সুদ। হান্দওয়ারার চাঙ্গিমুল্লা ঘাঁটিতে জঙ্গি দমন অভিযানে কর্নেল আশুতোষ শর্মার সঙ্গে শহিদ হয়েছে মেজর অনুজও। দেশের জন্য ছেলের আত্মত্যাগে গর্বিত ব্রিগেডিয়ার বাবা।

অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার চন্দ্রকান্ত সুদ। বুক ফেটে যাচ্ছে সন্তান হারানোর শোকে। তবুও এক ফোঁটা জল নেই চোখে। বরং দৃপ্ত কণ্ঠে বলছেন, ” আমার ছেলে দেশের জন্য স্বার্থ ত্যাগ করেছে। দেশ সেবার যে শপথ নিয়েছিল নিজের প্রাণ দিয়ে সেই কর্তব্য পালন করেছে। আমার কষ্ট হচ্ছে বৌমার কথা ভেবে। মাত্র তিন মাস আগেই ওঁদের বিয়ে হয়েছিল।” বাবাকে দেখে কৈশোরেই দেশসেবার শপথ নেন অনুজ। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণের পরে সেনা ব্রিগেডে যোগ দেন। তিন মাস আগেই বিয়েও করেন তিনি। কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলেন না। তার আগেই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন বছর ৩১- এর অনুজ।

সেনা সূত্রে খবর, হান্দওয়ারা এনকাউন্টারে লস্কর জঙ্গিদের খতম করতে রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর ভরসার পাত্র ছিলেন মেজর অনুজ। কর্নেল সহ শহিদ হয়েছেন, মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ, ল্যান্স নায়েক দীনেশ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেকটর শাকিল কোয়াজি।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version