কলকাতা: লকডাউনের মধ্যেই বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা

উদ্বেগ বাড়িয়ে লকডাউনের মধ্যেই কলকাতায় বাড়ছে ক্যান্টনমেন্ট জোনের সংখ্যা। কন্টেনমেন্ট জোন ছিল ২৬৪, বেড়ে হয়েছে ৩১২৷ নতুন করে যুক্ত হয়েছে আরও অনেকগুলি জায়গার নাম। লকডাউনের দু’দফা কেটে যাওয়ার পরও আতঙ্ক কমেনি মহানগরে।

প্রকাশ্যে এসেছে রাজ্যের কনটেনমেন্ট জোন অর্থাৎ যে সব অঞ্চলে সংক্রমণ বেশিমাত্রায় ছড়িয়েছে তার তালিকা। সেখানে দেখা যাচ্ছে কনটেনমেন্ট জোন

কলকাতা- ৩১৮
উত্তর ২৪ পরগনায় ৮১
দক্ষিণ ২৪ পরগনা ১
হাওড়াতে ৭৪
হুগলিতে ১৮
নদিয়া ২
পূর্ব মেদিনীপুর ৯
পশ্চিম মেদিনীপুর ৫
পূর্ব বর্ধমান ১
মালদা ৩
দার্জিলিং ২
কালিম্পঙ ১

Previous articleটেস্টিং কিটে ছাগল, পেঁপেরও করোনা পজিটিভ আসছে! তদন্ত শুরু তানজানিয়ায়
Next articleরাতারাতি মদের দাম 70 শতাংশ বৃদ্ধি করল দিল্লি সরকার