Sunday, May 4, 2025

BREAKING : জল্পনার অবসান, কলকাতা পুরসভা চালাবে প্রশাসকমণ্ডলী, বিদায়ী মেয়র চেয়ারপার্সন

Date:

সব জল্পনার অবসান। আনুষ্ঠানিকভাবে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ার পার্সন নিযুক্ত করা হল বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। বিশেষ আইন “রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট” প্রয়োগ করে ফিরহাদ হাকিমকেই মুখ্য প্রশাসক করা হলো। তাঁকে পুরসভার কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়। আজ, বুধবার রাজ্য নগর উন্নয়ন দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়।

কলকাতা পুরসভার জন্য মোট ১৪ জনের একটি “বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর” বা প্রশাসক মণ্ডলী গঠন করেছে নবান্ন। মেয়র ফিরহাদ হাকিম-সহ ডেপুটি মেয়র অতীন ঘোষ ও বর্তমান তৃণমূল বোর্ডের সমস্ত মেয়র পারিষদরাই রয়েছেন সেই বোর্ডে। ফিরহাদ হাকিমকে সেই বোর্ডের চেয়ার পার্সন করা হয়েছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী-সুপ্রাচীন কলকাতা পুরসভার ইতিহাস বদলে দিয়েছে মারণ ভাইরাস কোভিড-১৯। করোনার জেরে সঠিক সময়ে নির্বাচন না হওয়ার দরুণ কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। আগামী ৮ মে থেকে মেয়র ফিরহাদ হাকিম থেকে প্রশাসক ফিরহাদ হাকিমের অধীনে চলে যাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন।

আগামী ৭ মে মেয়র হিসেবে মেয়াদ ফুরাবে ফিরহাদ হাকিম এবং তৃণমূল পরিচালিত বর্তমান পুরবোর্ডের। তারপরই প্রশাসকের মাধ্যমে পুরসভার কাজকর্ম পরিচালিত হবে।

কলকাতা পুরসভার আইন অনুযায়ী প্রশাসক বসানো যায় না। কিন্তু করোনা সঙ্কটের এই কঠিন পরিস্থিতির মধ্যে কাজ চালাতে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর পথেই হাঁটতে হল রাজ্য সরকারকে। যেখানে প্রশাসকের দায়িত্ব নেবেন বিদায়ী মেয়র। অর্থাৎ, সবকিছুই আগের মতোই চলবে, শুধু পদের পরিবর্তন হবে।

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...
Exit mobile version