Sunday, November 9, 2025

মিটার দেখতে আসবে না কেউ! তবে বিদ্যুতের বিল আসবে কীভাবে

Date:

করোনার দাপট চলছে ভারতে। এর জেরে চলছে লকডাউন। দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে দেশেরর অর্থনৈতিক অবস্থাও ভালো নয়।

তবে এবার কি সংক্রমনের আশঙ্কায় গ্রাহকদের বাড়িতে মিটারের রিডিং বন্ধ? প্রশ্ন উঠছে

বিদ্যুৎ দফতর সূত্রে খবর, রয়েছে সংক্রমণের আশঙ্কা। এই কারণে বাড়িতে বাড়িতে মিটার রিডিং-এর কাজ করা যাচ্ছে না। সেই কারণে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি গতবছরের ত্রৈমাসিকের বিদ্যুৎ খরচের পরিসংখ্যানের উপর ভিত্তি করে গড় বিল তৈরি করেছে।

এই প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সংক্রমণ বাড়বে এই আশঙ্কায় বন্ধ রয়েছে মিটার রিডিং। চলছে লকডাউন। কারোর বাড়িতে বাড়িতে গিয়ে এই মুহূর্তে মিটার দেখা হচ্ছে না। তাই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে যখন মিটার রিডিং সম্ভব হবে, তখন আগের বিল এর অংক মিলিয়ে দেওয়া হবে। এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

সূত্রের খবর, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কথা অনুযায়ী, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের বিধিমতো সংক্রান্ত ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। লকডাউনের জন্যই লো এবং মিডিয়াম ভোল্টেজের গ্রাহকদের বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গ্রাহকরা অনলাইনে বা কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে নগদ চেকের মাধ্যমে বিল জমা করতে পারবেন।

শুধুমাত্র রাজ্য বিদ্যুৎ দফতর নয়, সিইএসসি-ও এমন পরিস্থিতিতে বন্ধ রেখেছে মিটার রিডিং নেওয়া।

Related articles

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...
Exit mobile version