Friday, November 28, 2025

এ যে একেবারে উলটপুরাণ! করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্যের থেকে পিছিয়ে কেন্দ্রের তথ্য। আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে বারবার সরব কেন্দ্রের শাসকদল। শুধু তাই নয়, ঘোলা জলে মাছ ধরতে রাজ্যের বিরোধীদলগুলিও সেই সুরে সুর মিলিয়ে ছিল। কিন্তু দেখা যাচ্ছে ঘটনাটা উল্টো। অর্থাৎ রাজ্য সরকার আক্রান্তের সংখ্যা কম করে দেখাচ্ছে না, দেখাচ্ছে কেন্দ্র। রাজ্য যেখানে মঙ্গলবারই ঘোষণা করেছে যে, এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪০। সেখানে বুধবার পিআইবি-র অফিসিয়াল টুইটে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৮৪০। তাহলে সংখ্যাটা কে লুকোচ্ছে? পশ্চিমবঙ্গের আক্রান্তের সংখ্যা কম করে দেখাচ্ছে কারা?

রাজ্য সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা গোপনের অভিযোগ ওঠার পরেই সবিস্তারে তার ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব রাজীব সিনহা। কীভাবে ভাগ করে আক্রান্তের সংখ্যা দেখানো হচ্ছে- সেটাও সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন তাঁরা। কিন্তু তা সত্বেও বারবার বাংলার সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে কেন্দ্রের বিজেপি সরকার। সংখ্যাতত্ত্বের টেক্কা দিয়ে প্রমাণ করতে চেয়েছে এই রাজ্যে হু হু করে ছড়াচ্ছে মারণ ভাইরাসের সংক্রমণ। অথচ বাস্তবটা যে কী সেটা স্পষ্ট পিআইবি-র অফিশিয়াল টুইটার হ্যান্ডেলেই। সেখানেই রাজ্যের আক্রান্তের সংখ্যা কম। অথচ প্রকৃত আক্রান্তের সংখ্যা কত সেটা স্পষ্টভাবেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার বিরোধীরা কী বলবেন? এরপরেও কি রাজ্যের বিরুদ্ধে করোনা সংক্রমণ নিয়ে তথ্য গোপনের অভিযোগ তোলা যায়?
অবশ্য দেখা যাবে হয়তো এটিকে মুদ্রণের ভ্রম বলে চালানোর চেষ্টা করছে কেন্দ্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে সবকিছুর ক্ষেত্রেই তারা সোশ্যাল মিডিয়া, ই-কমার্স এসবের উপর এত জোর দেয়, সেখানে তাদের অফিশিয়াল টুইটে সংখ্যাতত্ত্বের গরমিল কতটা গ্রহণযোগ্য? বিরোধীরা অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

 

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...
Exit mobile version