Monday, August 25, 2025

এ যে একেবারে উলটপুরাণ! করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্যের থেকে পিছিয়ে কেন্দ্রের তথ্য। আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে বারবার সরব কেন্দ্রের শাসকদল। শুধু তাই নয়, ঘোলা জলে মাছ ধরতে রাজ্যের বিরোধীদলগুলিও সেই সুরে সুর মিলিয়ে ছিল। কিন্তু দেখা যাচ্ছে ঘটনাটা উল্টো। অর্থাৎ রাজ্য সরকার আক্রান্তের সংখ্যা কম করে দেখাচ্ছে না, দেখাচ্ছে কেন্দ্র। রাজ্য যেখানে মঙ্গলবারই ঘোষণা করেছে যে, এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪০। সেখানে বুধবার পিআইবি-র অফিসিয়াল টুইটে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৮৪০। তাহলে সংখ্যাটা কে লুকোচ্ছে? পশ্চিমবঙ্গের আক্রান্তের সংখ্যা কম করে দেখাচ্ছে কারা?

রাজ্য সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা গোপনের অভিযোগ ওঠার পরেই সবিস্তারে তার ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব রাজীব সিনহা। কীভাবে ভাগ করে আক্রান্তের সংখ্যা দেখানো হচ্ছে- সেটাও সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন তাঁরা। কিন্তু তা সত্বেও বারবার বাংলার সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে কেন্দ্রের বিজেপি সরকার। সংখ্যাতত্ত্বের টেক্কা দিয়ে প্রমাণ করতে চেয়েছে এই রাজ্যে হু হু করে ছড়াচ্ছে মারণ ভাইরাসের সংক্রমণ। অথচ বাস্তবটা যে কী সেটা স্পষ্ট পিআইবি-র অফিশিয়াল টুইটার হ্যান্ডেলেই। সেখানেই রাজ্যের আক্রান্তের সংখ্যা কম। অথচ প্রকৃত আক্রান্তের সংখ্যা কত সেটা স্পষ্টভাবেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার বিরোধীরা কী বলবেন? এরপরেও কি রাজ্যের বিরুদ্ধে করোনা সংক্রমণ নিয়ে তথ্য গোপনের অভিযোগ তোলা যায়?
অবশ্য দেখা যাবে হয়তো এটিকে মুদ্রণের ভ্রম বলে চালানোর চেষ্টা করছে কেন্দ্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে সবকিছুর ক্ষেত্রেই তারা সোশ্যাল মিডিয়া, ই-কমার্স এসবের উপর এত জোর দেয়, সেখানে তাদের অফিশিয়াল টুইটে সংখ্যাতত্ত্বের গরমিল কতটা গ্রহণযোগ্য? বিরোধীরা অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version