Tuesday, May 13, 2025

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে একঝাঁক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলো বিজেপি শাসিত এই রাজ্য

Date:

রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এবার উদ্যোগী হল কর্ণাটক সরকার। বিজেপি পরিচালিত এই সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই “বিশেষ” ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, কর্ণাটকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য কয়েকটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু হঠাৎই সেই ট্রেনগুলি বাতিল করে দেয় কর্ণাটক সরকার। যার ফলে দেশজুড়ে প্রবল বিতর্ক দেখা দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন, পরিযায়ী শ্রমিকদের খুব দ্রুত কাজে যোগদান করানো হবে। ফলে তাঁদের বাড়ি ফেরার জন্য ট্রেনের কোনও প্রয়োজন নেই। এবং সেইসঙ্গে আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরার ট্রেনগুলি বাতিল করে দেয় কর্ণাটক সরকার।

কিন্তু সেই ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সুর পালটে পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল ইয়েদুরাপ্পার সরকার। জানা গিয়েছে, আগামী ৮ থেকে ১৫ মে কর্ণাটক আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ১৩টি ট্রেন চালানোর চিন্তাভাবনা করছে ইয়েদুরাপ্পার সরকার।

Related articles

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...
Exit mobile version