‘বয়েজ লকার রুম ‘ নিয়ে সরব বলি অভিনেত্রীরা

ইনস্টাগ্রামে স্কুল ছাত্রদের গ্রুপ বয়েজ লকার রুম নিয়ে বিতর্ক অব্যাহত। তরুণ প্রজন্মের এহেন আচরণে স্তম্ভিত এবং একইসঙ্গে উদ্বিগ্ন সবাই। এবার এই ঘটনায় সরব হলেন বলিউড তারকারা। প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। টুইটারে তিনি লিখেছেন, এই কথা দেখে স্পষ্ট যে, কীভাবে কম বয়সীদের মধ্যে পুরুষত্ববোধ জেগে ওঠে।শুধুমাত্র ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়েই লাভ নেই। মানসিকতা ধ্বংস করতে হবে। যাতে ভবিষ্যতের ধর্ষক জন্ম নিতে না পারে।”

অভিনেত্রী রিচা চাড্ডাও টুইটারে সরব হয়েছেন। তিনি লিখেছেন, “এটা একটা মারাত্মক সমস্যা। যৌন শিক্ষা নিয়ে কমবেশি প্রত্যেকেই আড়ষ্ট। যৌন শিক্ষার পরিবর্তে সেই সংক্রান্ত ছবিতেই আসক্ত হয়ে পড়ছে। আগামী দিন আরও বিপজ্জনক।” সোনম কাপুর বলেন, এই জঘন্য অপরাধের জন্য ছেলেদের লজ্জা হওয়া উচিত। বাবা-মা এবং বেড়ে ওঠার পরিবেশ এর মূল কারণ। ইনস্টাগ্রাম গ্রুপের মাধ্যমে এই ধরনের কুরুচিকর আচরণ নিয়ে হতবাক অনেকেই। দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে। ইতিমধ্যেই গ্রুপটিকে ব্লক করে দেওয়া হয়েছে।

Previous articleরেকর্ড সংখ্যায় বেড়েছে দক্ষিণরায়ের বংশ, বাঘিনী এগিয়ে বাঘের চেয়ে
Next articleদ্রুত লকডাউন তোলার চেষ্টা আত্মহত্যার শামিল হবে, বললেন হু’র কর্তা