Wednesday, November 12, 2025

করোনা-মোকাবিলায় সুসংহত পরিকল্পনা কলকাতা পুরসভার, জানালেন অতীন ঘোষ

Date:

করোনা-মোকাবিলায় আরও সুসংহত পরিকল্পনা নিয়ে নামছে কলকাতা পুরসভা৷ এই পরিকল্পনা কার্যকর করা গেলে শহরে করোনা- প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা যাবে বলেই মনে করছেন ডেপুটি মেয়র তথা পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ৷

ডেপুটি মেয়র বৃহস্পতিবার পুর কর্মসূচি জানিয়ে বলেছেন,

◾ কলকাতার ৪০টি ওয়ার্ড এই মুহুর্তে বেশি সংক্রমিত৷

◾ কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা আপাতত
৩১৮টি৷

◾রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী শহরে প্রায় ৭০০ জন করোনা আক্রান্ত।

◾ আক্রান্তদের ৮০ শতাংশই পুরসভার ১ থেকে ১০ নম্বর বরোর বাসিন্দা।

◾ প্রতিটি কন্টেনমেন্ট জোনের জন্য একটি করে টিম তৈরি হচ্ছে৷

◾প্রতি টিমে থাকবেন ৫ জন স্বাস্থ্যকর্মী।

◾এই টিম তাদের নির্দিষ্ট জোনের বাসিন্দাদের বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেবে।

◾পুরসভার স্বাস্থ্য বিভাগে প্রায় ৬৫০ জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী রয়েছেন।

◾ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণের কাজে আরও কিছু কর্মী আছেন।

◾ডেঙ্গি-ম্যালেরিয়া দমনের পাশাপাশি কন্টেনমেন্ট জোনে করোনা মোকাবিলার কাজও এরা করবেন।

◾এই টিমে থাকবেন ১৬টি বরোর ১৬ জন নোডাল অফিসার এবং ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদমর্যাদার অফিসাররা।

◾সংক্রমিত ১০টি বরোর প্রতিটিতে আঞ্চলিক অফিস করা হবে।

◾আঞ্চলিক অফিসে দায়িত্বে থাকবেন পুরসভার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক পর্যায়ের ৫ অফিসার।

◾সোম থেকে শনি প্রতিদিন ২ ঘণ্টা করে তাঁরা আঞ্চলিক অফিসে বসবেন।

◾এই অফিসাররা প্রধানত নজরদারির কাজ করবেন এবং এলাকায় নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে কি না তা দেখবেন।

◾নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে ১৬টি বরোয় একটি করে গাড়ি এবং পাঁচটি করে হ্যান্ড মেশিন দেওয়া হয়েছে।

◾মূলত মশাবাহিত রোগ প্রতিরোধে যে ভাবে কাজ হয়, সে ভাবেই করোনা সংক্রমণ রুখে দেওয়ার কাজ শুরু করছে পুরসভা৷

◾সংক্রমিত জোনের সংখ্যা বেড়ে বা কমে গেলে পরিস্থিতি অনুযায়ী কাজ হবে৷

◾কন্টেনমেন্ট জোনের জন্য গঠিত টিমের সদস্যেরা প্রতিটি বাড়িতে গিয়ে কারও জ্বর-সর্দি-কাশি হয়েছে কি না৷ আলাদা রিপোর্টও তৈরি করবেন।

◾প্রতিদিন এই রিপোর্ট পেশ করতে হবে ওই জোনের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসারকে।

◾ওই নোডাল অফিসার
রিপোর্ট জমা দেবেন জোনের দায়িত্বপ্রাপ্ত উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version