Wednesday, November 12, 2025

এ বছর গরমের ছুটিতেও স্কুলে মিড ডে মিল দিতে হবে, কেন্দ্রের নির্দেশ রাজ্যগুলিকে

Date:

করোনা-পরিস্থিতিতে পদ্ধতির বদল ঘটছে৷ এ বছরের গরমের ছুটিতেও স্কুল পড়ুয়াদের মিড ডে মিল দিতে হবে রাজ্যগুলিকে। করোনা প্রকোপের সময় ছোট ছোট পড়ুয়াদের রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইমিউনিটি ধরে রাখতেই এমন সিদ্ধান্ত বলে চিঠিতে বলেছে কেন্দ্র। সাধারণত গরম, শীত বা পুজোর সময়ের টানা ছুটির সময় মিড ডে মিল দেওয়া হয় না। স্কুল চালু থাকার দিনগুলিতেই একমাত্র রান্না করা খাবার দেওয়া হয় প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের। এবার করোনা আবহে পরিস্থিতি অন্যরকম। তাই গরমের ছুটিতেও দেওয়া হবে ‘মিড ডে মিল’৷ এক নির্দেশিকায় দেশের সব রাজ্যকে এ কথা জানালো কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ এই মন্ত্রকের ‘মিড ডে মিল বিভাগ’ সব রাজ্যকে জানিয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দু’দফায় খাদ্যসামগ্রী ইতিমধ্যেই রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। এরপরেও যদি অতিরিক্ত খাদ্যসামগ্রী প্রয়োজন হয়, তাহলে আগামী ৭ দিনের মধ্যে তা কেন্দ্রকে জানাতে হবে।

গ্রীষ্মকালে মিলের সামগ্রী বণ্টন কীভাবে করা হয়েছে, তার রিপোর্টও কেন্দ্রের কাছে পাঠাতে হবে রাজ্যগুলিকে।

কেন্দ্রের চিঠিতে রাজ্যগুলিকে বলা হয়েছে, গরমের ছুটি শুরু হওয়ার ৭ দিন আগে থেকে এই প্রক্রিয়া বাস্তবায়িত করার কাজ শুরু করে দিতে হবে। কীভাবে তা করা হচ্ছে, তার কর্মসূচি তৈরি করতে হবে রাজ্যগুলিকে। প্রয়োজনে তা কেন্দ্রকে জানাতে হবে। প্যাকেট করে শুকনো খাবার যদি দিতে হয়, তাহলে সেসব বাড়ি বাড়ি অথবা স্কুলে বিতরণ করতে হবে। এগুলি নেওয়ার জন্য কুপনের ব্যবস্থা করতে পারে রাজ্যগুলি। জেলাওয়াড়ি কত স্কুলে কতজন বাচ্চাকে গরমের ছুটিতে খাদ্যসামগ্রী দেওয়া হল, তার হিসেব পাঠাতে হবে দিল্লিতে।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version