Thursday, May 8, 2025

এ বছর গরমের ছুটিতেও স্কুলে মিড ডে মিল দিতে হবে, কেন্দ্রের নির্দেশ রাজ্যগুলিকে

Date:

করোনা-পরিস্থিতিতে পদ্ধতির বদল ঘটছে৷ এ বছরের গরমের ছুটিতেও স্কুল পড়ুয়াদের মিড ডে মিল দিতে হবে রাজ্যগুলিকে। করোনা প্রকোপের সময় ছোট ছোট পড়ুয়াদের রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইমিউনিটি ধরে রাখতেই এমন সিদ্ধান্ত বলে চিঠিতে বলেছে কেন্দ্র। সাধারণত গরম, শীত বা পুজোর সময়ের টানা ছুটির সময় মিড ডে মিল দেওয়া হয় না। স্কুল চালু থাকার দিনগুলিতেই একমাত্র রান্না করা খাবার দেওয়া হয় প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের। এবার করোনা আবহে পরিস্থিতি অন্যরকম। তাই গরমের ছুটিতেও দেওয়া হবে ‘মিড ডে মিল’à§· এক নির্দেশিকায় দেশের সব রাজ্যকে এ কথা জানালো কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ এই মন্ত্রকের ‘মিড ডে মিল বিভাগ’ সব রাজ্যকে জানিয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দু’দফায় খাদ্যসামগ্রী ইতিমধ্যেই রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। এরপরেও যদি অতিরিক্ত খাদ্যসামগ্রী প্রয়োজন হয়, তাহলে আগামী à§­ দিনের মধ্যে তা কেন্দ্রকে জানাতে হবে।

গ্রীষ্মকালে মিলের সামগ্রী বণ্টন কীভাবে করা হয়েছে, তার রিপোর্টও কেন্দ্রের কাছে পাঠাতে হবে রাজ্যগুলিকে।

কেন্দ্রের চিঠিতে রাজ্যগুলিকে বলা হয়েছে, গরমের ছুটি শুরু হওয়ার ৭ দিন আগে থেকে এই প্রক্রিয়া বাস্তবায়িত করার কাজ শুরু করে দিতে হবে। কীভাবে তা করা হচ্ছে, তার কর্মসূচি তৈরি করতে হবে রাজ্যগুলিকে। প্রয়োজনে তা কেন্দ্রকে জানাতে হবে। প্যাকেট করে শুকনো খাবার যদি দিতে হয়, তাহলে সেসব বাড়ি বাড়ি অথবা স্কুলে বিতরণ করতে হবে। এগুলি নেওয়ার জন্য কুপনের ব্যবস্থা করতে পারে রাজ্যগুলি। জেলাওয়াড়ি কত স্কুলে কতজন বাচ্চাকে গরমের ছুটিতে খাদ্যসামগ্রী দেওয়া হল, তার হিসেব পাঠাতে হবে দিল্লিতে।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ মে (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি...

ভারতে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও নিষেধাজ্ঞা জারি

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তির মধ্যে বহু বিমানবন্দর(Air Port) বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান(Aircraft) পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর(Air...

কলকাতায় পর পর অগ্নিকাণ্ডের জের, কড়া নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

সম্প্রতি কলকাতায়(Kolkata) পর পর অগ্নিকাণ্ডে(Fire Incident) প্রাণহানি ঘটনার জেরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে...
Exit mobile version