Thursday, August 28, 2025

জাতীয় সংকট আঁচ করে আগে থেকেই পদক্ষেপ করেছেন। করোনা বিশ্বমহামারি মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বে অনেকের থেকে এগিয়ে। বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রীর কট্টর সমালোচক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এভাবেই দরাজ সার্টিফিকেট দিলেন নরেন্দ্র মোদিকে। সর্বভারতীয় এক সংবাদমাধ‌্যমে দেওয়া সাক্ষাৎকারে করোনা মোকাবিলায় মোদির ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন অমর্ত্য সেন। তাঁর কথায়, সংকটের মুহূর্তে অনেক রাষ্ট্রনেতার থেকেই আরও অনেকটা এগিয়ে ভেবেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ভাবনা গোটা দেশকে সাহায্য করেছে।

এই প্রথম প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গেল অমর্ত্য সেনের মুখে। করোনা মোকাবিলায় বিশ্বের সমসাময়িক অনেক রাষ্ট্রনেতার থেকেই সুদৃঢ় ও সময়োচিত পরিকল্পনা করেছেন মোদি, এমনই মত তাঁর। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের কথায়, করোনা মোকাবিলায় মোদির নেওয়া সিদ্ধান্ত দেশকে সাহায্য করেছে। এরপর দেশের অর্থনীতিকে মূল স্রোতে ফিরিয়ে আনাই একটা বড় চ্যালেঞ্জ।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির কট্টর সমালোচক হিসেবেই পরিচিত অমর্ত্য সেন। নোটবন্দির সময় মোদি সরকারের কড়া সমালোচনা করেছিলেন তিনি। আরও বহু ইস্যুতে কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে দেখা গিয়েছে তাঁকে।

কিন্তু করোনা মোকাবিলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকাকে ইতিবাচক বলে প্রশংসা করেছেন তিনি। সেইসঙ্গে, পরিযায়ী শ্রমিকদের সমস্যার জন্যও প্রধানমন্ত্রীকে দায়ী করতে রাজি হননি অমর্ত্য সেন। তাঁর কথায়, ভারতে শুরু থেকেই গরিব শ্রেণি ছিলেন। তাঁদের দুর্দশা আগেও ছিল, এখনও আছে। দারিদ্র্যের এই ছবি দেশের নিরিখে বহু পুরোনো। এখন শুধু এই বিষয়টিকে ধরে দোষারোপ ভুল।

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version