Saturday, November 15, 2025

করোনা মোকাবিলায় মোদির প্রশংসা করলেন কট্টর সমালোচক অমর্ত্য সেনও

Date:

জাতীয় সংকট আঁচ করে আগে থেকেই পদক্ষেপ করেছেন। করোনা বিশ্বমহামারি মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বে অনেকের থেকে এগিয়ে। বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রীর কট্টর সমালোচক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এভাবেই দরাজ সার্টিফিকেট দিলেন নরেন্দ্র মোদিকে। সর্বভারতীয় এক সংবাদমাধ‌্যমে দেওয়া সাক্ষাৎকারে করোনা মোকাবিলায় মোদির ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন অমর্ত্য সেন। তাঁর কথায়, সংকটের মুহূর্তে অনেক রাষ্ট্রনেতার থেকেই আরও অনেকটা এগিয়ে ভেবেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ভাবনা গোটা দেশকে সাহায্য করেছে।

এই প্রথম প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গেল অমর্ত্য সেনের মুখে। করোনা মোকাবিলায় বিশ্বের সমসাময়িক অনেক রাষ্ট্রনেতার থেকেই সুদৃঢ় ও সময়োচিত পরিকল্পনা করেছেন মোদি, এমনই মত তাঁর। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের কথায়, করোনা মোকাবিলায় মোদির নেওয়া সিদ্ধান্ত দেশকে সাহায্য করেছে। এরপর দেশের অর্থনীতিকে মূল স্রোতে ফিরিয়ে আনাই একটা বড় চ্যালেঞ্জ।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির কট্টর সমালোচক হিসেবেই পরিচিত অমর্ত্য সেন। নোটবন্দির সময় মোদি সরকারের কড়া সমালোচনা করেছিলেন তিনি। আরও বহু ইস্যুতে কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে দেখা গিয়েছে তাঁকে।

কিন্তু করোনা মোকাবিলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকাকে ইতিবাচক বলে প্রশংসা করেছেন তিনি। সেইসঙ্গে, পরিযায়ী শ্রমিকদের সমস্যার জন্যও প্রধানমন্ত্রীকে দায়ী করতে রাজি হননি অমর্ত্য সেন। তাঁর কথায়, ভারতে শুরু থেকেই গরিব শ্রেণি ছিলেন। তাঁদের দুর্দশা আগেও ছিল, এখনও আছে। দারিদ্র্যের এই ছবি দেশের নিরিখে বহু পুরোনো। এখন শুধু এই বিষয়টিকে ধরে দোষারোপ ভুল।

 

Related articles

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...
Exit mobile version