Sunday, May 4, 2025

বেলাগাম সংক্রমণ, AIIMS-প্রধানকে নীরবে সেনাবিমানে গুজরাত পাঠালেন অমিত শাহ, উঠেছে প্রশ্ন, কণাদ দাশগুপ্তর কলম

Date:

কণাদ দাশগুপ্ত

চূড়ান্ত প্রশাসনিক অদক্ষতা তথা ব্যর্থতায় কার্যত ডুবতে চলেছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাত৷ ‘ভারতের উহান’ হয়ে ওঠা আমেদাবাদ ৪৮ ঘন্টা আগেই চলে গিয়েছে আধাসেনার নিয়ন্ত্রণে৷

এবার অমিত শাহের ব্যবস্থাপনায় বায়ুসেনার বিশেষ বিমানে শুক্রবার রাতে গুজরাতে পাঠানো হয়েছে দিল্লির AIIMS-এর একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যার নেতৃত্ব দিচ্ছেন AIIMS-এর ডিরেক্টর ডাক্তার রণদীপ গুলেরিয়া নিজেই৷

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে প্রশ্ন উঠেছে, গোটা দেশ’ই করোনা প্রকোপে ত্রস্ত, তাহলে কেন কেন্দ্র বিশেষ নজর দিচ্ছে গুজরাতের দিকে ? কোন যুক্তিতে এই সুবিধা পাচ্ছে না করোনা-আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা মহারাষ্ট্র ?

করোনা- পরিস্থিতি কার্যত গুজরাতের বিজেপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে৷ শুক্রবার রাত পর্যন্ত গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা à§­,৪০২ এবং মৃতের সংখ্যা ৪৪৯৷ প্রশাসনিক অযোগ্যতা, অদক্ষতা সামাল দিতে ইতিমধ্যেই নেমেছে আধাসেনা৷ আমেদাবাদ আর সুরাটে বহাল হয়েছে শাটডাউন৷ প্রশ্ন উঠেছে, কেন্দ্র বা বিজেপি কেন এখনও কৈফিয়ত তলব করছেনা গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি’র ? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বা তথাকথিত কেন্দ্রীয় দলের ক’টা চিঠি এখনও পর্যন্ত গুজরাত সরকার পেয়েছে ? প্রশ্ন আছে, কিন্তু বিজেপির উত্তর নেই৷ বিজেপির সেই আইটি সেল এই ইস্যুতে গা-ঢাকা দিয়েছে à§·

দিল্লির AIIMS- প্রধান-সহ একদল চিকিৎসককে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে আমেদাবাদে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁরা এখন আমেদাবাদের কিছু হাসপাতাল পরিদর্শন করেছেন, কথা বলছেন ডাক্তারদের সঙ্গে৷ তাঁদের পরামর্শও দিচ্ছেন এই বিশেষ দলটি। AIIMS- প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়া দেশের অন্যতম সেরা পালমোনোলজিস্ট বা ফুসফুস বিশেষজ্ঞ৷ আছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মনীশ সুরেজা৷ গুজরাটে করোনা-সংক্রমণ প্রবল হয়ে ওঠায় ওই রাজ্যে পাঠানো হয়েছে শীর্ষ চিকিৎসকের এই দল৷
মহারাষ্ট্রের পর গুজরাত-ই ভারতে করোনভাইরাস সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, অমিত শাহের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে আমেদাবাদে পাঠানো হয় চিকিৎসক দলকে৷ ডাঃ গুলেরিয়া আমেদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেওয়ার পাশাপাশি গুজরাতের স্বাস্থ্য সচিব জয়ন্তী রবির সঙ্গেও কথা বলেছেন৷ আশা করা হচ্ছে, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সঙ্গেও দেখা করবেন তিনি৷

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version