Monday, May 12, 2025

BIG BREAKING: স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের অনলাইন বুকিং শুরু ১১ মে! ঘোষণা রেলের

Date:

শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝেই বড় ঘোষণা রেল মন্ত্রকের। আজ, রবিবার রেল মন্ত্রক টুইট করে জানিয়েছে, স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের অনলাইন বুকিং শুরু হচ্ছে আগামী কাল, অৰ্থাৎ ১১ মে বিকেল ৪টে থেকে! আর ১২মে থেকে প্রতিদিন ১৫ জোড়া ট্রেন চালাবে ভারতীয় রেল। নয়াদিল্লি স্টেশন থেকে দেশের গুরুত্বপূর্ণ ১৫টি শহরে চলবে এই ট্রেনগুলি।

মূলত, ট্রেনগুলি চালানো হবে ডিব্রুগর, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবন্তপুরম, মাডগাও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ ও জম্মু তাওয়াই-এর মধ্যে। শুধু তাই নয়, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের ঘোষণা অনুযায়ী, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০টি রেল চালানোর পদক্ষেপ গ্রহণ করছে রেলমন্ত্রক। তবে সেটা রাজ্যগুলির সহযোগিতা পাওয়ার পরই সম্ভব।

এদিকে, স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের অনলাইন বুকিং শুরু ১১ মে বিকেল ৪টে থেকে। কেবলমাত্র IRCTC অফিসিয়াল ওয়েব সাইট (http://www.irctc.co.in/) থেকেই এই বুকিং নেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। রেলের কাউন্টার থেকে কোনও টিকিট বুকিং হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

এরপর যাত্রীরা স্টেশনে শুধুমাত্র অনলাইনে বুকিং করার টিকিটের নথি দেখিয়েই স্টেশনে প্রবেশ করতে পারবেন। কোনও প্লাটফর্ম টিকিট বিক্রি করা হবে না। অর্থাৎ, যাত্রী ছাড়া কেউ স্টেশনে আসতে পারবেন না। সরকারি স্বাস্থ্য বিধি মেনে প্রত্যেকের মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক। ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Previous article
Next article

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version