সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে চলছে তৃতীয় পর্যায়ের লকডাউন। তারই মাঝে দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারিতে এখনও হুঁশ ফেরেনি অনেক মানুষের। যেন কোনও ব্যাপারই নয়। এমন ভাবনা শুধু এক শ্রেণির সাধারণ মানুষই নয়, কোথাও কোথাও তথাকথিত শিক্ষিত সেলিব্রিটিদের মধ্যেও “ডোন্ট কেয়ার” মনোভাব দেখা যাচ্ছে।

এবার লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়ম ভেঙে রাস্তায় বেরনোর অভিযোগে গ্রেফতার করা হল ইন্টারনেট সেনসেশন তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পুনম পান্ডেকে। গতকাল, রবিবার রাতে মুম্বইয়ের মেরিন ড্রাইভ রোড থেকে গ্রেফতার করা হয় পুনমকে। অভিনেত্রীর সঙ্গে তাঁর বন্ধু শ্যাম আহমেদকেও গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
গ্রেফতারির পাশাপাশি পুনমের গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, লকডাউন ভেঙে রাস্তায় বেরনোর অভিযোগে গ্রেফতার পুনম পান্ডে এবং তাঁর বন্ধুকে। কোন জরুরি দরকার তাঁর রাস্তায় বেরিয়েছে সে ব্যাপারে স্পষ্ট কোনও উত্তর না মেলায় আইন ভাঙার অপরাধে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এবং ২৬৯ ধারায় দায়ের করা হয়েছে মামলা।
