Monday, November 3, 2025

ভাইয়ের বাড়িতে হাঁড়ি চড়েনি শুনেই তড়িঘড়ি খাদ্য সামগ্রী পাঠিয়ে দিলেন দেব

Date:

দীর্ঘ লকডাউনের সাধারণ গরিব মানুষদের যাতে খাদ্যের সমস্যা না হয়, সে কারণে সরকার, বিরোধী, রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব কিংবা স্বেচ্ছাসেবী সংস্থা, সকলেই মানবিকতার উদাহরণ তুলে ধরে অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, একজন মানুষও যেন অভুক্ত না থাকে।

কিন্তু তারই মাঝে এক ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। লকডাউন পর্বে নাকি তৃণমূল সাংসদ তথা টলিউডের শীর্ষ অভিনেতা দেবের আপন জ্যাঠতুতো ভাইয়ের বাড়িতে দু-দিন হাঁড়ি চড়েনি। দেবের মেজ জ‍্যাঠা বিষ্ণুপদ অধিকারীর ছেলে বিক্রম অধিকারী এমনই জানিয়ে ছিলেন।

বিক্রমের আরও বড় অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের কাছ থেকে ত্রাণের খাদ্য-সামগ্রী চেয়েও নাকি পায়নি সে। এমন কথা কানে আসতে অবশ্য এক মুহূর্ত দেরি করেননি দেব। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে কেশপুরের পৈতৃক ভিটেয় থাকা কাকিমা, ভাই ও পরিবারের অন্যদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘাটালের তৃণমূল সাংসদ।

টুইট করে এই গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করার পাশাপাশি দেব জানান, কেশপুরের মহিষদা গ্রামের বাড়িতে রেশন পৌঁছে গিয়েছে। একটি ছবিও টুইট করেন টলিউডের সুপার স্টার। তাতে দেখা যাচ্ছে দেবের প্রতিনিধি হিসেবে দুই ব্যক্তি তাঁর মেজ জ্যেঠুর ছেলের হাতে রেশনসামগ্রী তুলে দিচ্ছেন।

 

Related articles

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...

প্রেরণা-র বইপ্রকাশে বেথুনের প্রাক্তনীর মিলনমেলা

কলকাতার (Kolkata) অ্যাগোরা স্পেসে ২রা নভেম্বর রবিবার আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের বইপ্রকাশ অনুষ্ঠান। এই প্রকাশনা সংস্থার এবারের আয়োজনে...

নাবালকদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান! খারিজ সুপ্রিম কোর্টে

সোশ্যাল মিডিয়া দেখবে কী নাবালকরা? এক শ্রেণির দেশবাসী প্রশ্ন তোলেন, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ার (social...
Exit mobile version