বন্ডেড লেবার! স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি ফাঁস কেন? ক্ষোভ উগরে দিলেন মমতা

এক মঞ্চে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে নিজের ক্ষোভ সোমবার উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাষায় বললেন, মুখ্যমন্ত্রীকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি আগেই কী করে মিডিয়ার কাছে ফাঁস হয়ে যায়? এটাই কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো? নাকি এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে খাপ খায়? তারপরেই তিনি বলেন, বাংলার সঙ্গে যা হয়েছে তা যেন অন্য কোনও রাজ্যের সঙ্গে না হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এভাবেই সোমবার অনুরোধ করেছেন, আবার নিজের ক্ষোভও প্রকাশ্যে এনেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সবধরণের সাহায্য করছে। তা সত্ত্বেও বারবার কেন বাংলাকে আক্রমণ করা হচ্ছে? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী একসময় বলেন, কেন্দ্র-রাজ্যের সম্পর্ক কী বন্ডেড লেবারের? রাজ্যকে দোষারোপ না করে কেন্দ্র স্বচ্ছ্ব পদক্ষেপ করুক। কোনও রাজ্যের আক্রান্তের সংখ্যা বেশি হলে তা রাজ্যের দায় নয়। বিদেশ থেকে ভাইরাস এসেছে। তা বলে কী আমরা বিদেশকে দোষ দেব?

Previous articleরেলযাত্রীদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি কেন্দ্রের
Next articleভারতের সামনে বড় সুযোগ! চিন থেকে উৎপাদন সরিয়ে এদেশে আনতে চায় অ্যাপেল