Monday, January 12, 2026

করোনা পরীক্ষার পরে নিখরচায় ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাল বাংলা

Date:

Share post:

১১টি সরকারি বাসে ২২৫ জন পরিযায়ী শ্রমিক পাড়ি দিলেন বিহার ও ঝাড়খন্ডে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যশাইকাটি ও তারাগুনিয়ার বেশ কয়েকটি ইটভাটার প্রায় ২২৫ জন পরিযায়ী শ্রমিককে মেডিক্যাল চেকআপ করে শুক্রবার সকালেই রওনা করিয়ে দেওয়া হয়। শারীরিক তাপমাত্রা মাপেন চিকিৎসক অনিলচন্দ্র দাস সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বিডিও ত্রিভূবন নাথ বলেন, “রাজ্য প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয় যাতে ভিন রাজ্য থেকে আসা এ রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা কোনভাবে হতাশাগ্রস্ত বা দুর্ঘটনার মধ্যে না পড়েন। সরকারি নির্দেশ পাওয়া মাত্রই উদ্যোগ নিয়েছি “। আগামী দিনের যাতে এরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা সুস্থভাবে তাঁদের রাজ্যে ফিরে যেতে পারেন তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি, তাঁদেরকে বাসে করে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। সম্পূর্ণ বিনা খরচায় তাদের রাজ্যে ফিরিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার।

বাড়ি গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে।
ইটভাটার মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের খাওয়ানো হয়। ভাত, ডাল, সবজি, মাছ ও অন্যান্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হয় যাতে রাস্তায় কোন সমস্যা না পড়েন। তারপর তাঁদের এগারোটি সরকারি বাসে তুলে দেন প্রশাসনের কর্তারা। ভাটা শ্রমিক লক্ষ্মী দোলুইরা বলেন, যেখানে দেশের বিভিন্ন প্রান্তে থেকে পায়ে হেঁটে পরিযয়ী শ্রমিকরা তাঁদের রাজ্যে ফিরছেন। এমনকী মৃত্যুর ঘটনা ঘটছে। সেখানে বাংলায় এক উল্টো দৃশ্য দেখা গেল। এই পরিষেবা পেয়ে রীতিমতো খুশি শ্রমিক থেকে শ্রমিক পরিবার ধন্যবাদ জানিয়েছে রাজ্য সরকারকে।

spot_img

Related articles

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...