Wednesday, November 12, 2025

গণপরিবহণ চালু হোক চাইছেন দিল্লিবাসী, জানালেন কেজরি

Date:

চতুর্থ দফায় লকডাউনে দিল্লিবাসী চাইছেন গণপরিবহণ পরিষেবা চালু হয়ে যাক। একথা জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

গত সোমবার থেকে দিল্লির মানুষ, কী কী বিষয়ে ছাড় চান, তা জানতে দিল্লির ‘মানুষের কাছে আবেদন করেছিলেন কেজরি। সেই আবেদনে অসংখ্য মানুষ সাড়াও দিয়েছেন।দিল্লিবাসীর উদ্দেশে এক ভাষণে কেজরি জানিয়েছেন, মানুষের থেকে পাঁচ লক্ষ জবাব পেয়েছেন তাঁরা। জনতার দাবি, বাস পরিষেবা চালু করা হোক। নয়াদিল্লির মধ্যেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য বাস পরিষেবা চালু করার দাবি করেছেন সাধারণ মানুষ। তবে তা হোক শারীরিক দূরত্ব বিধি মেনেই৷ কেজরি বলেছেন,
স্কুল, কলেজ, স্পা, শপিং মল, সুইমিং পুল ইত্যাদি এখনও কিছুদিন বন্ধ রাখার মত দিয়েছেন দিল্লির মানুষ৷ কেউ যদি মাস্ক ছাড়া রাস্তায় বেরোন কিংবা সুরক্ষাবিধি না মানেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া জরিমানা নেওয়ার কথাও বলেছেন মানুষই। কেজরিওয়াল বলেন, “আমরা প্রচুর মতামত পেয়েছি আমজনতার কাছ থেকে। মার্কেট অ্যাসোসিয়েশনের মালিকরাও তাদের মতামত জানিয়েছেন। তারা বলেছেন, জোড়বিজোড়ের ভিত্তিতে দোকানপাট খোলা হলে ভালো হয়।” আমজনতার মতামতের উপর ভিত্তি করে কী কী বিষয়ে ছাড় দেওয়া যায়, সে সংক্রান্ত তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হবে। কেজরি এটাও বলেছেন, কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে রাজ্যগুলি স্বাধীন ভাবে সিদ্ধান্ত এখনই নিতে পারবে না। ফলে কেন্দ্র যা বলবে, সেই অনুযায়ী এখন রাজ্যগুলিকে চলতে হবে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version