কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। কৃষকরা এতদিন নির্দিষ্ট জায়গায় তাদের ফসল বেচতে বাধ্য ছিল কিন্তু এখন সরকার চায় কৃষকরা রাজ্য দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করুক। ফসল মজুতের উর্ধ্বসীমা তুলে দিচ্ছে কেন্দ্র। বিশেষ পরিস্থিতিতে এই নিয়ম বদল। এর জন্য অত্যাবশ্যকীয় পণ্য আইনে বদল আনা হচ্ছে। দানাশস্য, পিয়াজ, ডাল, ধান৷ গম, জোয়ার, বাজরা, বালি, ভোজ্য তেল তৈলবীজের ক্ষেত্রে নিয়ম বদল হচ্ছে। এইসব পণ্য এখন আর অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় থাকবে না। নিয়ম বদল করা হচ্ছে। এই কারণে অর্ডিন্যান্স জারি করা হবে। কৃষকদের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত। একইসঙ্গে কৃষি পণ্য পরিবহনে ৫০% দেওয়া হবে।