করোনা মোকাবিলায় জারি হওয়া লকডাউন আরও দু’ সপ্তাহ বাড়তে পারে বলে সরকারি সূত্রে খবর। তবে চতুর্থ দফার লকডাউনে রেড জোন বাদে বাকি ক্ষেত্রে ব্যাপক ছাড় দেওয়া হতে পারে। সামাজিক দূরত্ব ও সতর্কতা বজায় রেখে জনজীবন স্বাভাবিক করার লক্ষ্যই গুরুত্ব পেতে চলেছে এই দফার লকডাউনে। যে কোনও সময়ে লকডাউন নিয়ে নতুন নির্দেশিকা জারি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।