Tuesday, August 26, 2025

কেন্দ্রের সদ্যঘোষিত আর্থিক প্যাকেজে হকারদের ১০ হাজার টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ এই খাতে বরাদ্দ হয়েছে ৫ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, এর ফলে দেশের ৫০ লক্ষ হকার উপকৃত হবেন।

বিভিন্ন হকার সংগঠনের নেতারা এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছেন, ‘ঋণ নয়, এখনই হকারদের হাতে নগদ অনুদান দিতে হবে’৷
সর্বভারতীয় হকার সংগঠন ন্যাশনাল হকার ফেডারেশনের সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ বলেছেন, হকাররা যুগে যুগেই বহু সংকটের মোকাবিলা করেছেন৷ তবে
এবারই প্রথম হকাররা সংসার চালানোর জন্য ব্যবসার পুঁজি ভাঙতে বাধ্য হয়েছে। আর কয়েক দিন এ ভাবে চললে বহু হকার আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন।’
হকারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর দাবি জানিয়ে শক্তিমানবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন৷ তাঁর প্রস্তাব, “যতদিন না তারা আবার ব্যবসা শুরু করতে পারছেন, ততদিন তাঁদের বাঁচিয়ে রাখার জন্য হকারদের অ্যাকাউন্টে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করুক সরকার।” ওদিকে, তৃণমূল সাংসদ দোলা সেন বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের কোনও কথাই এখন আর বিশ্বাস হয় না।’

ওদিকে, ফোরাম ফর ট্রেডার্স অর্গানাইজেশনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানানো হয়েছে, লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ীদের চলতি বছরের জন্য ট্রেড লাইসেন্স ফি মকুব করা হোক৷ সারা রাজ্যে প্রায় পঞ্চাশ লক্ষ ছোট ব্যবসায়ী আজ অস্তিত্বের সংকটে৷ একই সঙ্গে এবং এদের পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পে অর্ন্তভুক্ত করারও অনুরোধ জানানো হয়েছে৷

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version