১০৫টি ট্রেনে পরিযায়ী শ্রমিকদের আনতে যাত্রাপথে সমস্ত খরচ বহন করবে রাজ্য! ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, জুনের ১৫ তারিখের মধ্যে ‌দেশের ১৬টি রাজ্যে আটকে থাকা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করবে রাজ্য সরকার। আজ, শনিবার বিকেলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি রেলমন্ত্রককে জানিয়েও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা মতো বিস্তারিত জানিয়ে রেলের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে চিঠিও পাঠিয়ে দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। এ কথাও জানান স্বরাষ্ট্র সচিব।

সবচেয়ে বড় ঘোষণা, এই পর্বে পরিযায়ী শ্রমিকদের ট্রেনের টিকিট-সহ যাতায়াত খরচের সবটাই বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, “পরিযায়ী শ্রমিকদের অভিবাদন জানিয়ে আমি ঘোষণা করছি যে, অন্য রাজ্য থেকে এ রাজ্যে ফেরা শ্রমিক স্পেশাল ট্রেনগুলির যাতায়াতের পুরো ভাড়াই রাজ্য সরকার মেটাবে।
কোনও পরিযায়ী শ্রমিককে এজন্য কোনও টাকা দিতে হবে না।”

Previous articleদিঘায় ‘সফেন’ উপকূল!
Next article“বাঘবিধবা” ই-বই দ্বিতীয় খণ্ড প্রকাশিত