Thursday, November 13, 2025

আত্মনির্ভর ভারত অভিযান: চতুর্থ দফাতেও লক্ষ্য সংস্কার, প্রতিরক্ষায় বিদেশি বিনিয়োগের সীমা বাড়ল

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের পরবর্তী চতুর্থ পর্যায়ের ঘোষণা হল শনিবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বিষয়ে ঘোষণা করেন। করোনা পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসাবে বুধবার মাইক্রো-স্মল-মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে প্যাকেজ, বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিক, হকার ও প্রান্তিক কৃষকদের প্যাকেজ এবং শুক্রবার কৃষি, পশুপালন, উদ্যানপালন, মৎস্যচাষ, দুগ্ধশিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে একগুচ্ছ ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। কয়লা, খনি, বিমান পরিবহন সহ একাধিক ক্ষেত্রে সংস্কার ও সুবিধার বিষয়ে শনিবার অর্থমন্ত্রী যা জানান:

মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিচ্ছে কেন্দ্র। তিন বছর আগে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচি আরও শক্তিশালী হবে।

কয়লা, খনি, বিমান পরিবহন, প্রতিরক্ষা, বিদ্যুৎ বণ্টন, সৌর বিদ্যুৎ, পারমাণবিক শক্তি ও মহাকাশ গবেষণা ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সংস্কার ও প্যাকেজ। পরিকাঠামো উন্নয়নে তহবিল গঠন।

দেশে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুত রয়েছে। ভারতে আছে বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লার ভাণ্ডার। কয়লা উত্তোলন ও খনির পরিকাঠামো উন্নয়নে ৫০ হাজার কোটি বরাদ্দ। বেসরকারি সংস্থাকে কয়লা তোলার অনুমতি। কয়লা ব্লক নিলামে বেসরকারি সংস্থার অংশগ্রহণ। কয়লা থেকে গ্যাস তৈরির জন্য ইনসেনটিভ দেওয়া হবে।

ক্যাভটিভ ও নন-ক্যাপটিভ খনির পার্থক্য থাকবে না। শিল্প সংস্থাগুলি যাতে দ্রুত প্রয়োজনীয় খনিজ পদার্থের জোগান পায় তার ব্যবস্থা। খনি ক্ষেত্রে সিঙ্গল উইনডো সিস্টেম। উৎপাদন ও উত্তোলনে একটি সংস্থাকেই বরাত দেওয়া হবে।

প্রতিরক্ষা ক্ষেত্রে যেসব অস্ত্র ও সরঞ্জাম ভারতেই উৎপাদন হয় সেগুলি এখানকার উৎপাদনকারী সংস্থা থেকেই কিনতে হবে, বাইরে থেকে আমদানি করা যাবে না। কিছু অস্ত্র ভারতে নির্মাণ বাধ্যতামূলক। গুণমান বজায় রেখে দেশের অভ্যন্তরে উৎপাদনকে চাঙ্গা করা হবে। আমদানি নির্ভরতা কমাতে হবে। এই লক্ষ্যে আধুনিকীকরণ, উৎপাদন ক্ষমতা ও গুণমান বৃদ্ধির জন্য অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে আধুনিক কর্পোরেট ধাঁচের করা হবে, যা কোনওভাবেই বেসরকারিকরণ নয়। প্রতিরক্ষায় বিদেশি বিনিয়োগের সীমা ৪৯ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৭৪ শতাংশ।

বিমান যাত্রার সময় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ৬ টি বিমানবন্দরের নিলাম হবে। ভারতকে উড়ান মেরামতির ক্ষেত্র বানানো হবে। অসামরিক বিমানের জন্য নতুন আকাশসীমা নির্ণয়। দুমাসের মধ্যে এর নির্দেশিকা দেওয়া হবে।

কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎ বন্টন সংস্থার বেসরকারিকরণ করা হবে। সাধারণ উপভোক্তা ও শিল্পক্ষেত্রে উন্নত ও মসৃণ বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মহাকাশ গবেষণা ক্ষেত্রে বেসরকারি সংস্থাকে অনুমোদন। ইসরোর সঙ্গে বেসরকারি সংস্থার গাঁটছড়ায় অনুমতি। পিপিপি মডেলে মেডিক্যাল আইসোটোপ তৈরির অনুমতি। চিকিৎসা গবেষণায় পিপিপি মডেলে উৎসাহদান। আণবিক শক্তি সংক্রান্ত গবেষণায় সংস্কার।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version