Thursday, August 28, 2025

এপ্রিল মাসে বাংলার রাজস্ব ক্ষতি বা Revenue loss হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা৷ মে মাসে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এই পরিসংখ্যান সামনে এনেছে এক রিপোর্ট। ‘ইন্ডিয়া-র‍্যাটিং অ্যাণ্ড রিসার্চ’ বা ইন্ড-রা’র রিপোর্টে একথাই বলা হয়েছে৷ রিপোর্টে শুধু এপ্রিল মাসে কোন খাতে কত ক্ষতি হয়েছে, তাও তুলে ধরা হয়েছে৷ বলা হয়েছে,

◾GST বাবদ ক্ষতি ১,৫১৭ কোটি টাকা৷

◾ ভ্যাট বাবদ ক্ষতি ৪৩৬ কোটি টাকা৷

◾রাজস্ব আদায় বাবদ ক্ষতি ৯৬৯ কোটি টাকা।

◾স্ট্যাম্প ডিউটি বাবদ লোকসান ৫২১ কোটি টাকা৷

◾গাড়ি কর বাবদ ক্ষতি ২২০ কোটি টাকা৷

◾বিদ্যুৎ কর অনাদায়ী ২১৪ কোটি টাকা৷

◾সবমিলিয়ে মোট রাজস্বের ক্ষতি ৪, ১৭৯ কোটি টাকা।

রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মে মাসে এই রাজস্ব ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তবে চলতি মাসে লকডাউনে কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। তার ফলে আর্থিক বৃদ্ধি প্রভাবিত হবে। এই রাজস্ব ক্ষতির জন্য উদ্বিগ্ন অর্থ দফতর। তবে, তৃতীয় দফার লকডাউনে মদ বিক্রির জেরে কিছুটা ঘাটতি পূরণ করা গিয়েছে, এমন দাবি করছেন রাজ্যের রাজস্ব কর্তারা। এই খাতে রাজস্ব দফতর আপাতত মোট ১৩০ কোটি টাকা আয় করেছে, এমনটাই সূত্রের খবর। তবে স্টক শেষ হয়ে যাওয়ায় এখন বন্ধ মদ বিক্রি।
ইন্ড-রা’ প্রকাশিত এই রিপোর্টে আরও ২১টি রাজ্যের প্রসঙ্গও উল্লেখ রয়েছে। এপ্রিলে গোটা দেশে সবমিলিয়ে মোট রাজস্ব ক্ষতির পরিমান ৯৭,১০০ কোটি টাকা৷

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version