Sunday, November 9, 2025

আমডাঙা জোড়া খুন: স্ত্রীয়ের ওপর শারীরিক নির্যাতনের প্রতিশোধ নিতেই গুলি চালিয়েছিল পুলিশকর্মী!

Date:

পুলিশ কনস্টেবলের গুলিতে উত্তর ২৪ পরগনার আমডাঙায় জোড়া খুন কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত কনস্টেবল সন্তোষ পাত্র থানায় গিয়ে আগেই আত্মসমর্পণ করেছিল। তাঁকে জেরা করতেই উঠে এলো খুনের মোটিভ।

বারাসত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অভিযুক্ত পুলিশকর্মী সন্তোষ পাত্রের স্ত্রীয়ের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়ছিল, তার প্রতিশোধ নিতেই গুলি। এবং জোড়া খুন।

অভিযুক্ত পুলিশকর্মী সন্তোষ পাত্র জেরায় স্বীকার করেছে, তার গুলিতেই মৃত্যু হয়েছে সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডলের। কিন্তু কেন? সে জানিয়েছে, নিহত সুমন্ত মণ্ডল তার স্ত্রীর ওপর শারীরিক অত্যাচার চালিয়েছিল, তার প্রতিশোধ নিতেই এই কাজ করেছে। রবিবার অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে বারাসত আদালতে তোলা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার উত্তর ২৪ পরগনার আমডাঙার তেঁতুলিয়ায় পুলিশ কনস্টেবল সন্তোষ পাত্রের গুলিতে দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ ওঠে। প্রথমে জানা যায়, সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডলের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। তাঁরা রাস্তায় নেমে ঝগড়া করছিলেন। সেই ঝগড়া থামাতে গিয়েই এলোপাথাড়ি গুলি চালায় কনস্টেবল সন্তোষ। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গা ঢাকা দেয় কনস্টেবল। পরে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরপর শুরু হয় জেরা। অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version