Sunday, November 16, 2025

রাশিয়ার কোভিড পরিস্থিতিও উদ্বেগজনক, আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয়

Date:

ইউরোপে প্রথমে করোনার এপিসেন্টার ছিল ইতালি। তারপর তাকে ছাপিয়ে যায় ব্রিটেন। স্পেন ও ফ্রান্সও খুব পিছিয়ে ছিল না। আর এবার আলোচনায় পূর্ব ইউরোপের বৃহত্তম তথা গুরুত্বপূর্ণ দেশ রাশিয়া। শুরুর দিকে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় অনেক পিছিয়ে ছিল ভ্লাদিমির পুতিনের দেশ। কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হঠাৎই পরিস্থিতির দ্রুত বদল ঘটেছে। সর্বশেষ যা পরিস্থিতি তা অতি উদ্বেগজনক। কারণ আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে রাশিয়া। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আমেরিকায় আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। আর তারপরই করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন রাশিয়ার মানুষ। সবচেয়ে খারাপ অবস্থা রাশিয়ার রাজধানী মস্কোর। রাশিয়ার মোট আক্রান্তের সংখ্যা ২,৮১,৭৫২। আর এর মধ্যে অর্ধেকের বেশি ১,৪২,৮২৪ জন রাজধানী মস্কোয় আক্রান্ত। রবিবার এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

শুধু মস্কোই নয়, করোনা মহামারির সাম্প্রতিক সংক্রমণ রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ায় জরুরি ভিত্তিতে তা মোকাবিলায় নেমেছে প্রশাসন। প্রেসিডেন্ট পুতিন দেশের ৮৫ জন আঞ্চলিক প্রশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। তাতে তিনি নির্দেশ দিয়েছেন আঞ্চলিক স্তরে সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখে লকডাউন কঠোর করা অথবা প্রয়োজনমত শিথিল করার সিদ্ধান্ত নেবেন তাঁরা। এই দেশের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল মহলের বক্তব্য, গোটা রাশিয়ায় রয়েছে ১১ টি টাইম জোন। দেশের এই বিরাট আয়তন এবং বেশ কিছু অঞ্চলে উন্নয়নের পরিস্থিতির তারতম্যের ফলে সংক্রমণ গোটা দেশেই ছড়িয়েছে।

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version