বেশ কয়েক দিন ধরেই কলকাতায় কর্মরত ভিনরাজ্যের নার্সরা ঘরমুখো৷ মণিপুরসহ একাধিক রাজ্যের নার্সরা একের পর এক ফিরে যাচ্ছেন নিজের রাজ্যে। এই পরিস্থিতিতে মুখ খুলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, এই রাজ্যের কোনও নার্স, চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীকে রাজ্যে ফিরে আসার কথা বলা হয়নি। রাজ্য প্রশাসনের তরফে জারি করা হয়নি তেমন কোনও নির্দেশিকাও। পাশাপাশি মণিপুরের মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, তাঁদের যেমন ফিরে আসতে বলা হয়নি, তেমনই তাঁদের আবার কর্মস্থলে ফিরে যাওয়ার কথাও রাজ্য সরকার বলবে না। এ রাজ্যের নার্স-সঙ্কটের পিছনে মণিপুর সরকারের কোনও ভূমিকা নেই বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। ফেসবুক পেজে একটি ভিডিও-বার্তায় বীরেন জানান, ভিন্ রাজ্যে কর্মরত নার্সদের ফিরে আসার জন্য তাঁর সরকার কোনও ‘অ্যাডভাইসরি’ বা নির্দেশিকা দেয়নি। ভিন্ রাজ্যে করোনা-যুদ্ধে শামিল মণিপুরি চিকিৎসক-নার্সদের জন্য তিনি গর্বিত। তবে একই সঙ্গে ভিডিয়ো-বার্তায় বীরেন বলেন, ‘‘নার্স, চিকিৎসকেরা যদি স্বচ্ছন্দ না-হন, আমি ভিন্ রাজ্যে তাঁদের কাজ করতে বাধ্য করাতে পারি না। এটা পুরোপুরি তাঁদের নিজেদের সিদ্ধান্ত।’’

প্রসঙ্গত, গত কয়েক দিনে কলকাতার বিভিন্ন হাসপাতালে কর্মরত ভিন রাজ্যের অন্তত ৩৫০ জন নার্স বাড়ি ফিরে গিয়েছেন। তাঁদের ‘ট্রানজিট পাশের’ ব্যবস্থা সংশ্লিষ্ট রাজ্য সরকারই করেছে।
