Friday, August 29, 2025

উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

Date:

করোনা এবং লকডাউনের ফলে উচ্চ মাধ্যমিকের তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। সেই পরীক্ষার সম্ভাব্য নির্ঘণ্ট জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ২৯ জুন, ২ জুলাই এবং ৬ জুলাই এই তিন দিন স্থগিত হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলি নেওয়া হবে। কোন দিন কোন পরীক্ষা হবে তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে।

এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেগুলি হলো-

১. তিন দিনের পরীক্ষার জন্য ২৫০০ টি পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

২. একটি পরীক্ষাকেন্দ্রে ৮০ থেকে ১০০ জন পরীক্ষা দিতে পারবে।

৩. প্রত্যেক পরীক্ষার্থীর কাছে স্যানিটাইজার থাকা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।

৪. সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে বসার ব্যবস্থা করতে হবে।

এদিনের ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, “তিন দিনের পরীক্ষায় ২ লক্ষ ৭ হাজার, ২ লক্ষ ১৬ হাজার ২ লক্ষ ৪৪ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষা দেবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সম্ভাব্য তিনটি তারিখ ঘোষণা করা হলো।” প্রসঙ্গত, লকডাউনের ফলে ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক,ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস,ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা স্থগিত হয়ে যায়।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version