Wednesday, November 19, 2025

করোনার জের: ২০২০-২১ শিক্ষাবর্ষ অনলাইনে, সিদ্ধান্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের

Date:

করোনা সংক্রমণের রুখতে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে।সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বিশ্বের বহু দেশ মেনে চলছে। এবার সতর্কতার অনন্য নজির তৈরি করল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের পঠন পাঠন গোটাটাই অনলাইন মাধ্যমে হবে। এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১ সালের গ্রীষ্মকাল পর্যন্ত এই ভার্চুয়াল ক্লাস চালু থাকবে। ছোট ছোট গ্রুপ করে অনলাইন মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, “এই মহামারি পর্বে বিভিন্ন পরিবর্তন গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়। প্রয়োজন মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। তারই অংশ হিসাবে এই শিক্ষাবর্ষে অফলাইন ক্লাস অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস না করার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ছোট ছোট গ্রুপ করে অনলাইন ক্লাসেই পঠন-পাঠন হবে।”

প্রসঙ্গত, বিশ্বের প্রথম কোনও বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিল। মার্চ মাসে ইংল্যান্ডের করোনা দাপট শুরু হতেই অনলাইন ক্লাস শুরু করে বিশ্ববিদ্যালয়। শরৎকালের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে, এই প্রতিশ্রুতি ছাত্রছাত্রীদের যেন না দেওয়া হয়। দেশের উচ্চশিক্ষা নিয়ন্ত্রক স্পষ্ট করে এই বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়কে।

Related articles

অভিযোগ-পাল্টা অভিযোগ! এবার আনন্দ বোসের বিরুদ্ধে থানায় FIR দায়ের কল্যাণের

রাজভবনে (Raj Bhavan) বোমা-বন্দুক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন...

ভারতের বিমান ধ্বংসের মিথ্যে প্রচার চিনের: ট্রাম্পকে মিথ্যে প্রমাণ করে রিপোর্ট মার্কিন সংস্থার!

অপারেশন সিঁদুরের পরে সোশ্যাল মিডিয়ায় বার বার উঠে এসেছে ভারতীয় বিমান ভেঙে পড়ার ঘটনা। রাফাল নিয়ে বিবৃতি দিতেও...

খুনের সন্ধানে ফিরছে মিতিন, শাড়ি পরে বন্দুক হাতে প্রকাশ্যে কোয়েল

শীতের আমেজে রহস্য সমাধানে ফের বড়পর্দায় ফিরছেন মিতিন মাসি। এবার নিখোঁজ স্বামীর সন্ধানে বিধ্বস্ত স্ত্রীকে সাহায্য করতে তদন্তে...

গণধর্ষণের বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে ধর্ষিতা! বিজেপিকে ধুয়ে তীব্র নিন্দা তৃণমূলের

রক্ষকই ভক্ষক। সেই উত্তরপ্রদেশ। ধর্ষণ। গণধর্ষণের বিচার চাইতে গিয়ে আবার পুলিশেরই গণধর্ষণের (UP Gang Rape) শিকার নির্যাতিতা। এখানেই...
Exit mobile version