আমফানে তছনছ পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবে বুধবার বলেছেন, এক লক্ষ কোটি টাকার ক্ষতি। আর সেই কথার ভিত্তিতেই কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে ভিডিওতে বৈঠক করেন বৃহস্পতিবার। তারপরেই তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝতে পশ্চিমবঙ্গে যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি দুই দক্ষিণ ২৪পরগণা, পূর্ব মেদিনীপুর সহ কলকাতায় ঘুরবে, খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবে। অন্যদিকে রাজ্য সরকার বৃহস্পতিবার বৈঠক করে ক্ষয়ক্ষতির একটা রিপোর্ট তৈরি।করবে। সেই রিপোর্ট যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। দুই রিপোর্ট মিলিয়ে ক্ষয়ক্ষতির জন্য সাহায্য দেবে কেন্দ্র। রাজ্যে আসছে অতিরিক্ত এনডিআরএফের দল।
