Friday, November 14, 2025

২৪ ঘন্টার মধ্যে আলো-জল ফেরাতে কড়া পদক্ষেপ ববি হাকিমের

Date:

সাতদিনে কলকাতা স্বাভাবিক হবে। শুক্রবার কলকাতা পুরসভায় জানালেন ফিরহাদ হাকিম। সিএসসিকে বলেছি শুক্রবার এবং শনিবারের মধ্যে সমস্ত লাইনগুলো আগে চালু করে দিতে তারপর স্থায়ী ভাবে কাজ করতে হবে। সন্ধ্যার থেকেই সব জায়গায় বিদ্যুৎ আসতে শুরু করবে। ডব্লিউবিএসইবি বা বিদ্যুৎ বন্টন সংস্থাও সেই প্রতিশ্রুতি দিয়েছে। ফলে বিদ্যুৎ এলে জলও চলে আসবে স্বাভাবিকভাবে।

ফিরহাদ হাকিম এদিন সমন্বয় তৈরির অভাবের কারণে সিইএসসি, এসইবি, পুরকর্মী, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন ও এনডিআরএফ-এর সঙ্গে বৈঠকে বসেন। তিনি বলেন, বড় বিপর্যয় হয়েছে। পুরসভার হাতে ম্যাজিক স্টিক নেই যাতে নিমেষে চালু হয়ে যাবে সব কিছু। দুদিন ধরে বিদ্যুৎ নেই। তাই সিইএসসি ও এসিবিকে বলেছি আজ সন্ধ্যা থেকে শুরু করে কাল সন্ধ্যার মধ্যে সমস্ত জায়গায় আলো ফিরিয়ে দিতে। প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে লাইন ফিরুক। তারপর স্থায়ীভাবে ল্যাম্পপোস্টগুলিকে আবার নতুন করে খাড়া করে করা হবে। কলকাতা পুরসভার প্রশাসক জানান, আড়াই হাজার বিদ্যুতের খুঁটি পড়েছে কলকাতায়। সেগুলি সারাতে তো একটু সময় দিতেই হবে। মূলত বিদ্যুতের খুঁটির বা তারের উপর গাছ ভেঙে পড়েছে। কলকাতায় সাড়ে পাঁচ হাজার গাছ ভেঙেছে বলে তিনি জানান। সেগুলো সরাতে সময় লাগছে। ফিরহাদ জানান, এক একটি গাছ কাটতে তিন ঘন্টা সময় লাগে। গাছ কাটার এবং কর্মী আমাদের কাছে সীমিত ফলে একটু সময় দিতেই হবে আর এক্ষেত্রে যাতে সকলের মধ্যে সমন্বয় ঠিক থাকে তার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী জানান পাম্পিং স্টেশন কিছু বন্ধ আছে সেগুলি চালু হয়ে যাবে। জল সরবরাহ প্রায় স্বাভাবিক। রাস্তা পরিষ্কার করার জন্য এনডিআরএফ কর্মীরা সাহায্য করবে। একই সঙ্গে কেবল লাইনগুলোকেও সচল করার জন্য ২৪ ঘন্টা সময় দিয়েছেন ফিরহাদ হাকিম।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version