Wednesday, August 27, 2025

স্বেচ্ছাচারিতা: কোয়ারেন্টাইন সেন্টারের সিভিক ভলেন্টিয়ারকে মার পরিযায়ী শ্রমিকদের!

Date:

স্বেচ্ছাচারিতা করছেন পরিযায়ী শ্রমিকরা, সরকারি নির্দেশিকা অমান্য করছে প্রত্যেক পদক্ষেপে। এমনটাই অভিযোগ উঠল কোচবিহারের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে। অভিযোগ, তুফানগঞ্জের একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে থাকা শ্রমিকরা এলাকার বাজারে বেরলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। তাতে ক্ষিপ্ত হয়ে তাঁরা গ্রামবাসীদের উপর হামলা চালান। এমনকী, কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্বে থাকা এক সিভিক ভলেন্টিয়ারের উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন মোট তিনজন। তৎক্ষণাৎ তুফানগঞ্জ থানার পুলিশ কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিযায়ী শ্রমিকদের একাংশ তাঁদের খাওয়া এবং থাকার জায়গা নিয়ে ক্রমাগত অভিযোগ করছেন। তাঁদের অভিযোগ সরকার থেকে যে ব্যবস্থা করা হয়েছে তা মোটেও ভালো নয়। নিজেদের ইচ্ছেমতো খাওয়ার দাবি করছেন তাঁরা। যদিও জেলা প্রশাসন থেকে প্রতিদিন প্রত্যেক কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের উপযুক্ত এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হচ্ছে বলে জানান কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।
পরিযায়ী শ্রমিকরা কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে চাইছেন না।
কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানান, তুফানগঞ্জে কোয়ারেন্টাইন সেন্টারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোয়ারেন্টাইনে থাকা কেউ যদি বাইরে ঘুরতে থাকেন, তবে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version